ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গজালিয়া নদীতে ভেঙ্গে পড়েছে সেতু ॥ যোগাযোগ ব্যাহত

প্রকাশিত: ০৩:৫৯, ১৩ আগস্ট ২০১৮

 গজালিয়া নদীতে ভেঙ্গে পড়েছে সেতু ॥ যোগাযোগ ব্যাহত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া নদীর ওপরের আয়রন সেতু রবিবার দুপুরে আকস্মিকভাবে ভেঙ্গে পড়েছে। এ সময় ব্রিজের ওপর দিয়ে ইট ভর্তি একটি ট্রলি পার হচ্ছিল। ট্রলিটিও নদীতে নিমজ্জিত হয়েছে। তবে ঘটনায় কোন হতাহত না হলেও গজালিয়া ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে উপজেলা ও জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা গেছে, গজালিয়া নদীর ওপরের ৭৫ মিটার দীর্ঘ আয়রন সেতুটি ১৯৯৯ সালে পটুয়াখালী জেলা পরিষদ নির্মাণ করে। কিন্তু দীর্ঘদিনেও সেতুটি মেরামত বা সংস্কার না হওয়ায় অনেকটা জরাজীর্ণ হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার মোঃ ফারুক জানান, ঘটনার সময়ে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ব্রিজটি মাঝ বরাবর ভেঙ্গে পড়েছে। এ সময় ওই ব্রিজের ওপর দিয়ে ইট ভর্তি একটি ট্রলি পার হচ্ছিল। ট্রলির ওজন সইতে না পেরে ব্রিজটি ভেঙ্গে পড়ে। ট্রলির ড্রাইভার হাবিবকে উদ্ধার করা গেলেও ট্রলিটি নদীগর্ভে নিমজ্জিত হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ ইউসুফ গাজী জানান, এ সেতু দিয়ে প্রতিদিন শত শত হালকা যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। ব্রিজ বিধ্বস্ত হওয়ায় মানুষের চলাচল ও মালামাল পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। উপজেলা ও জেলা সদরের সঙ্গে এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিধ্বস্ত সেতু পরিদর্শন শেষে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, সেতুটি অন্তত ৭-৮ মিটার ভেঙ্গে পড়েছে। এ ধরনের আয়রন স্ট্রাকচারের ঢালাই ব্রিজ হালকা যানবাহন চলাচলের উপযোগী। কিন্তু ভারি যানবাহন চলাচল করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
×