ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভার ও আশুলিয়ায় শিক্ষার্থীসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৮, ১৩ আগস্ট ২০১৮

 সাভার ও আশুলিয়ায় শিক্ষার্থীসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ আগস্ট ॥ সাভার ও আশুলিয়ার চারটি স্থান থেকে এক স্কুল শিক্ষার্থীসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে খাগান, আমিনবাজার, শ্রীপুর ও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। জানা যায়, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সকালে খাগান এলাকায় ফাইয়াজ রাফিদ নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিন সকালে আমিনবাজার এলাকা থেকে গিয়াস গাজী (৩৫) নামের এক পিকআপ ভ্যানের চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে ট্রাক চাপায় মারা যেতে পারে বলে জানায় পুলিশ। প্রায় একই সময় আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জবেদা খাতুন (৩৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জবেদা গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ এলাকার আয়নাল হকের স্ত্রী। অপরদিকে, আশুলিয়ার শ্রীপুর নতুন নগর এলাকা থেকে শাকিলা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাকিলা আশুলিয়ার তালপট্টী এলাকার নাছির উদ্দিনের মেয়ে ও শ্রীপুর নতুন নগর এলাকার জনৈক সামাদের বাসায় ভাড়া থাকত। . গাজীপুরে শিশু স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গভীর গজারি বন থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মাহবুবুর রহমানকে (৩০) গ্রেফতার করা হয়েছে। নিহতের নাম সাজিম হোসেন (৮)। সে গাজীপুর জেলা সদরের হোতাপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে। . আন্ধারমানিক নদীতে অবৈধ স্থাপনা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ আগস্ট ॥ ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীতে কোন কিছুতেই থামছে না দখলের দৌরাত্ম্য। একটি প্রভাবশালী মহল ফ্রি-স্টাইলে গিলে খাচ্ছে আন্ধারমানিকের তীরসহ নদী। প্রতিদিন তোলা স্থাপনার সংখ্যা বাড়ছে, যা এখনও অব্যাহত। সবচেয়ে বেশি স্থাপনা তোলা হয়েছে কলাপাড়া পৌরশহর এলাকায়। বহুতলসহ পাকা-আধাপাকা টিনশেড স্থাপনা তোলা হচ্ছে আন্ধারমানিকের অন্তত পাঁচ কিলোমিটার এলাকায়। অধিকাংশ আন্ধারমানিকের উত্তর পারে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, নাচনাপাড়া ফেরিঘাট থেকে ফিশারি পর্যন্ত আন্ধারমানিক নদীতীরসহ নদী পর্যন্ত দখল করে তোলা হচ্ছে স্থাপনা। ফলে এই নদী সঙ্কুচিত হয়ে স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমনিতেই পলিতে এক সময়ের খর¯্রােতা আন্ধারমানিক এখন হারিয়ে ফেলছে স্বকীয়তা। তারপরও দখল দূষণের কবলে পড়ে বিপর্যয় নেমে আসছে। ইলিশের অভয়াশ্রম এই নদীর রয়েছে আলাদা গুরুত্ব। অন্য নদীর মতো একই গুরুত্ব বহন করে না। তাই এই নদী রক্ষায় বিশেষ পদক্ষেপ নেয়া প্রয়োজন। দখল-দূষণ ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। ৪০ কিলোমিটার দীর্ঘ সাগর মোহনা পর্যন্ত এ নদীর নাব্য বজায় রাখার পাশাপাশি এই নদীপারের স্থাপনা অপসারণ জরুরী। এছাড়া নদীর পাড়ঘেঁষে স্থাপনা ছাড়াও ইটভাঁটি গড়ে উঠেছে। তাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মহল। মৎস্য অধিদফতর এই নদীতে অবৈধ জাল দিয়ে মৎস্য সম্পদ নিধন বন্ধে সচেষ্ট রয়েছে। এছাড়া নবেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাস এ নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্প্রতি স্থানীয় পর্যায়ের পরিবেশ ও উন্নয়নকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কলাপাড়ায় মতবিনিময় সভায় আন্ধারমানিক নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফএম আবু সুফিয়ান জানান, নদী-খাল কিংবা সরকারের খাস জমি উদ্ধারে দখলদার উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এসব দখলদারও উচ্ছেদ করা হবে। রক্ষা করা হবে আন্ধারমানিক নদী।
×