ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ার শ্রীমাই খাল থেকে বালু উত্তোলন বন্ধ

প্রকাশিত: ০৩:৫৫, ১৩ আগস্ট ২০১৮

  পটিয়ার শ্রীমাই খাল  থেকে বালু  উত্তোলন  বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১২ আগস্ট ॥ পটিয়া উপজেলার শ্রীমাই খাল থেকে অবৈধ বালু উত্তোলনের একটি পয়েন্ট উপজেলা প্রশাসন পিলার গেড়ে বন্ধ করে দিয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেলুল কাদেরের নির্দেশে পটিয়া ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রণকান্তি সুশীল বালু উত্তোলনের একটি পয়েন্টে পিলার গেড়ে দিয়েছেন। যাতে ওই রাস্তা দিয়ে বালুবাহী কোন পিকআপ চলাচল করতে না পারে। গত ৭ আগস্ট দৈনিক জনকণ্ঠের ১৪ পাতায় ‘পটিয়ার শ্রীমাই খালে বালু উত্তোলন, তিন সেতু ঝুঁকিতে’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়ার শ্রীমাই সেতু ও রেল সেতুসহ ৩টি সেতু ঝুঁকিপূর্ণ। যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে। সেতুর গোড়া থেকে প্রায় অবৈধ বালু উত্তোলনের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাছাড়া উপজেলার বাহুলী, ভাটিখাইন, পারিগ্রাম ও কচুয়াই এলাকা থেকে বালু উত্তোলনের ফলে শ্রীমাই খালের দুইপাশের শত শত একর কৃষি জমি বিলীন হয়ে গেছে। এদিকে, বালু উত্তোলনের খালের একটি পয়েন্টে পিলার গেড়ে বালু উত্তোলন বন্ধ করে দিলেও পারিগ্রাম এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে রাতে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়রা পুলিশকে অবহিত করেছেন।
×