ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে কলেজছাত্র হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৩:৫৫, ১৩ আগস্ট ২০১৮

 রূপগঞ্জে কলেজছাত্র হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হারিন্দা এলাকার কলেজ ছাত্র এমরান মোল্লা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। রবিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন, নিহত এমরানের ভাই ও মামলার বাদী মোস্তফা, মা মফিজা বেগম, ফুফু হাসান বানু, মনোয়ারা বেগম, ফজর বানু, ফুপাতো ভাই খায়রুদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর হারিন্দার বাড়ি থেকে নিখোঁজ হন এমরান মোল্লা। যথাসময়ে বাড়িতে ফিরে না আসার কারনে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে গত ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। এ বছরের ১৪ ফেব্রুয়ারী সকালে হারিন্দা এলাকার কোট বাড়ির গোপ এলাকার শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার সময় মাছের ঘেরের খুঁটি উঠাতে গিয়ে একটি পঁচা-গলা লাশ ভেসে উঠে। ওই লাশটিও এমরানের বলে দাবি পরিবারের সদস্যদের। এমরান মোল্লা হারিন্দা এলাকার আব্দুল মবিনের ছেলে। তিনি স্থানীয় আব্দুল হক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
×