ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ডাকাতের হাতে বৃদ্ধা নিহত

প্রকাশিত: ০৩:৫৩, ১৩ আগস্ট ২০১৮

 চাঁদপুরে ডাকাতের  হাতে বৃদ্ধা  নিহত

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১২ আগস্ট ॥ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের দক্ষিণ চাপিলা গ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা হাতা পা বেঁধে শ্বাসরোধ করে সালেহা বেগম (৬০) নামে বৃদ্ধাকে হত্যা করেছেন। একই সময় ডাকাতরা ওই ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। রবিবার ভোর ৪টার দিকে ওই গ্রামের হাজী নেছার গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার শিকার সালেহা বেগম ওই বাড়ির মাওলানা ফয়েজ উল্যাহ গাজীর স্ত্রী। তার ৪ ছেলে এবং ৩ কন্যা সন্তান আছেন। নিহতের দেবর হাফেজ ফোরকান জানান, নিহত সালেহা বেগম তার বড় ভাইয়ের স্ত্রী। ওই ঘরে ভাবি এবং ছোট ভাতিজা মানজুরের স্ত্রী তাহমিনা আক্তার ও তার শিশু কন্যা তাহিয়া থাকেন। প্রতিদিনের মতো তারা রাতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টার দিকে তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছেন। এ সময় পার্শ্ববর্তী ঘর অর্থাৎ নিহতের ঘর থেকে লোকজন আওয়াজ দিচ্ছেন। ঘটনাস্থলে গেলে জানতে পারেন সালেহা বেগম প্রকৃতি ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ৫ ডাকাত সদস্য তার হাত পা বেঁধে শ্বাসরোধ করে। অজ্ঞান অবস্থায় তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। এ অবস্থায় ডাকাতরা মানজুরের স্ত্রী তাহমিনারও হাত পা বেঁধে স্টিলের আলমিরার ছাবি নিয়ে স্বর্ণলাঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
×