ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সিয়াটলের সন্দেহভাজন বিমানচোর ছিলেন ভ্রমণপ্রিয় কর্মী’

প্রকাশিত: ০৩:৫০, ১৩ আগস্ট ২০১৮

 ‘সিয়াটলের সন্দেহভাজন বিমানচোর ছিলেন ভ্রমণপ্রিয় কর্মী’

যুক্তরাষ্ট্রের সিয়াটল বিমানবন্দর থেকে খালি উড়োজাহাজ চুরি করে উড়াল দেয়া বিমানকর্মী চাকরির সুবাদে পাওয়া সুযোগে দেশ-বিদেশ ভ্রমণ করতেন। সন্দেহভাজন বিমানচোর ২৯ বছর বয়সী রিচার্ড রাসেল ওয়াশিংটনের সামনার এলাকায় বসবাস করতেন। বিমানের গ্রাউন্ড সার্ভিস এজেন্ট হিসেবে কাজ শুরুর আগে স্ত্রীকে নিয়ে তিনি একটি বেকারি চালাতেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া তার বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে। খবর ওয়েবসাইটের। সন্দেহভাজন ‘বিমানচোরের’ নাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও রাসেলের পরিবার এবং বেশ কয়েকটি গণমাধ্যম তার পরিচয় নিশ্চিত করেছে। বিবো নামে পরিচিত রাসেলের জন্ম ফ্লোরিডার কী ওয়েস্টে। ৭ বছর বয়সে সেখান থেকে আলাস্কার ওয়াসিলাতে চলে আসেন বলে কলেজের কমিউনিকেশন ক্লাসের জন্য বানানো একটি ওয়েবপেইজে নিজেই জানিয়েছেন এ বিমানকর্মী। আলাস্কা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান হরাইজন এয়ারলাইন্সে গ্রাউন্ড সার্ভিস এজেন্ট হিসেবে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের কাজ করতেন রাসেল। তিনি হরাইজনের টো টিমেরও অংশ ছিলেন, যাদের কাছ ছিল টারমাক থেকে বিমান সরিয়ে নেয়া। এ চাকরি তাকে ‘অবসরে আলাস্কার উপর দিয়ে উড়ে যাওয়ার সুযোগ দিয়েছে’ বলে নিজের পেইজে লিখেছিলেন রাসেল। গত বছরের ডিসেম্বরে ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে তিনি বিমানের মধ্যে লাগেজ ঢোকানো ও সেগুলোর বেরিয়ে আসার চিত্র দেখিয়ে গ্রাউন্ড সার্ভিস এজেন্টের জীবন কেমন তা বর্ণনা করছিলেন। ‘এর অর্থ হচ্ছে আমি অনেকগুলো ব্যাগ বহন করি, অনেক অনেক ব্যাগ, অনেক বেশি ব্যাগ।
×