ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লম্বোকের পর্যটন শিল্প ভূমিকম্পে বিপর্যস্ত

প্রকাশিত: ০৩:৫০, ১৩ আগস্ট ২০১৮

লম্বোকের পর্যটন শিল্প ভূমিকম্পে বিপর্যস্ত

ইন্দোনেশিয়ায় লম্বোক দ্বীপে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর অবসর কাটাতে আসা পর্যটকরা দ্বীপ ত্যাগ করায় আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি মুখ থুবড়ে পড়েছে এবং দ্বীপটিতে কীভাবে চাঞ্চল্য ফিরিয়ে আানা যায় এ নিয়ে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে। ওই ভূমিকম্পে প্রায় ৪শ’ লোক প্রাণ হারিয়েছে। খবর এএফপির। গত বৃহস্পতিবারের দুটি মারাত্মক ভূকম্পন ও পরবর্তীতে কয়েক ডজন মৃদু ভূকম্পনে ঘরবাড়ি ও জীবনযাত্রার ক্ষতি হয়েছে ব্যাপক। হোটেল, স্থানীয় ব্যবসা ও শ্রমিকদের বার্ষিক আয়ের অধিকাংশ অর্জন হয় এ পর্যটন মৌসুমে। লম্বোকের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে খানিক দূরে জিলি দ্বীপে আতঙ্কগ্রস্ত হাজার হাজার পর্যটক দ্বীপ ত্যাগের জন্য নৌকায় উঠতে ঠেলাঠেলি শুরু করেন। লম্বোক বিমানবন্দরে পর্যটকদের ভিড় বেড়ে যায়। আলফান হাসানদি বছরের বাকি সময়জুড়ে তার পরিবারের খরচ সঙ্কুলানের জন্য নির্ভর করে পর্যটকদের এ ভরা মৌসুমের ওপর। হাসানদি ও তার ভাইয়েরা মিলে পর্যটন দ্বীপগুলোর মধ্যে অন্যতম জিলি এয়ারে ব্যবসা করেছেন। তারা নৌকার টিকিট বিক্রি করেছেন এবং যানবাহন ভাড়া দিয়েছেন। ভরা পর্যটন মৌসুমে তাদের প্রতিদিন আয় হয়েছে ৩ শ’ ৫০ মার্কিন ডলারের সমতুল্য ইন্দোনেশীয় মুদ্রা। ২৫ বছর বয়স্ক হাসানদি বলেন, আমাদের আশা, আমরা আবারও ঘুরে দাঁড়াব, কিন্তু বিষয়টা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ, লোকজন যেন বিমূঢ় হয়ে পড়েছে। বিশ্বের অত্যন্ত ভূকম্পনপ্রবণ এলাকাগুলোর অন্যতম এ অঞ্চলে ইন্দোনেশিয়ার অবস্থান। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে প্রায় সময় এবং অতীতে দেখা গেছে এর পর্যটন শিল্প প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু এ সময়ে ভূমিকম্পের আঘাত লম্বোকের জন্য এক নির্মমতা যখন দ্বীপের পর্যটন শিল্প সমৃদ্ধির পথে ছিল।
×