ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইহুদী জাতিরাষ্ট্র আইনের প্রতিবাদে ইসরাইলে আরবদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৯, ১৩ আগস্ট ২০১৮

  ইহুদী জাতিরাষ্ট্র আইনের  প্রতিবাদে ইসরাইলে আরবদের বিক্ষোভ

ইসরাইলকে ইহুদী জাতিরাষ্ট্র ঘোষণা করে প্রণীত নতুন আইনের বিরোধিতায় সমাবেশ করেছে আরব সংখ্যালঘুরা। শনিবার তেলআবিবে একহাজার বিক্ষোভকারী এ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। খবর ইয়াহু নিউজ। গত মাসে পাস হওয়া এ ইহুদী জাতিরাষ্ট্র আইন ইসরাইলের ভূখণ্ডে বসবাসকারী আরব সংখ্যালঘুদের ক্ষুব্ধ করেছে এবং বিশ্বের অনেক দেশও এর সমালোচনা করছে। রাষ্ট্রভাষার মর্যাদা থেকে আরবীকে নামিয়ে দেয়া এবং কেবল ইহুদীদেরই আত্মনিয়ন্ত্রণের অধিকার দেয়া আইনটির পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইহুদীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ক্ষেত্রে ফিলিস্তিনীদের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের আইন জরুরী হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি। ক্ষমতাসীনদের ‘চাপিয়ে দেয়া এ আইনের’ বিরুদ্ধে শনিবার তেলআবিবের রাস্তায় ফিলিস্তিনী পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায় ইসরাইলী আরবরা, তাদের হাতে থাকা নিদর্শনগুলোতে আরবী ও হিব্রু ভাষায় লেখা ছিল ‘সমতা’র কথা। ‘এ আইন বর্ণবাদকে স্বীকৃতি দিল। আমরা যে এর বিরুদ্ধে এখানে প্রতিবাদ করতে এসেছি এবং তা দেখানো খুবই গুরুত্বপূর্ণ,’ বলেন দক্ষিণ ইসরাইলের নেগেব মরুভূমির একটি বেদুইন গ্রাম থেকে আসা ১৯ বছর বয়সী লাইলা আল-সানা।
×