ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৮:১৩, ১২ আগস্ট ২০১৮

   ভারতের সাবেক  প্রধানমন্ত্রী  বাজপেয়ী  গুরুতর অসুস্থ

জনকণ্ঠ ডেস্ক ॥ হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজেপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সূত্র জানিয়েছে, তার অবস্থা গুরুতর। এদিকে খবর পেয়ে শনিবার হাসপাতালে তার সঙ্গে দেখা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। খবর এনডিটিভির। কিডনির সমস্যাসহ একাধিক শারীরিক সমস্যার কারণে গত ১১ জুন দিল্লীর অল ইন্ডিয়া মেডিক্যাল সার্ভিসেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি হন তিনি। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন এই ভারতীয় রাজনীতিবিদ। এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ তাকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’য় ভূষিত করেছে।
×