ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৫৭, ১২ আগস্ট ২০১৮

 ক্যাম্পাস সংবাদ

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি কার্যক্রম শুরু বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী টাঙ্গাইলে বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল-1 টার্ম-1 এ ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি আবেদনপত্র কলেজের ওয়েবসাইট (www.btec.gov.bd) ও বস্ত্র পরিদফতরের ওয়েবসাইট (www.dot.gov.bd)- এ পাওয়া যাবে। আবেদনপত্রটি ০৯.০৮.২০১৮ থেকে ৩০.০৯.২০১৮ তারিখের মধ্যে পূরণ করে এক হাজার টাকা নগদ জমাদানপূর্বক প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। ভর্তি কার্যক্রম বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী, টাঙ্গাইলের প্রশাসনিক ভবন ছাড়াও অফিস চলাকালীন বস্ত্র পরিদফতর, বিটিএমসি ভবন (৬ তলা) ৭-৮ কাওরান বাজারে করা যাবে। চলতি বছর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ও এ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে চারটি বিভাগে ত্রিশটি করে মোট ১২০টি আসনের বিপরীতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া অতিরিক্ত মুক্তিযোদ্ধা কোটায় ৪ জন এবং ক্ষুদ্র নৃ কোটায় ১টি আসন সংরক্ষিত রয়েছে। আগামী ২ নবেম্বর শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ভর্তি পরীক্ষা কলেজের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস, পরীক্ষা পদ্ধতিসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইট (www.btec.gov.bd) থেকে জানা যাবে। রেদোয়ান হোসেন . ইবি তারুণ্যের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়টা সকাল ৯টা। কেউ পরেছে শাড়ি, কেউবা নানা রঙের পাঞ্জাবি, আবার কারও পরনে স্যুট-টাই। একে একে সকলে জড়ো হলো বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে। সাজানো হয়েছে বর্ণিল বেলুন আর ফুলের আবরণে। না, কোন জাতীয় বা আন্তর্জাতিক দিবস নয়। আজ সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যে’র জন্মদিন তথা ৯ম প্রতিষ্ঠাবর্ষিকী। জানা যায়, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ এ সংগঠনটি সর্বদা অসহায় ও আর্ত মানবতার সেবায় অবদান রেখেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠনটি নানা সামাজিক কর্মক মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকাতে অবদান রেখেছে। তারুণ্যের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সদস্যদের কুইজ প্রতিযোগিতা, র‌্যালি ও বৃক্ষরোপণসহ নানা আয়োজন করে সংগঠনটি। সকাল ১০টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এর পর বের হয় বর্ণাঢ্য র‌্যালি। তারুণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে র‌্যালিতে তারুণ্যের প্রায় শতাধিক সদস্য অংশ নেয়। র‌্যালি শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল পর্বের অনুষ্ঠান শুরু হয়। তারুণ্যের সদস্য সচিব সাদিয়া আফরিন ও মিকাইল ইসলামের সঞ্চলনায় ও সভাপতি আরমান রেজা জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ভূমি আইন ও ব্যবস্খাপনা বিভাগের প্রভাষক শাহিদা আক্তার আশা, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন রুদ্র, তারুণ্যের সাবেক সভাপতি মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ জুবেরি সিজার ও বর্তমান সম্পাদক তাইয়েব জনিসহ প্রমূখ। সংগঠনের সভাপতি আরমান রেজা জয় বলেন, তারুণ্য এমন একটি প্লাটফর্ম যেখানে সকল স্বেচ্ছাসেবী তারুণ্যের চর্চা ও তারুণ্যের শক্তিকে মানবতার সেবায় কাজে লাগানোর সুযোগ পেয়ে থাকে। তারুণ্য অনেক সামাজিক কাজ করে। শুধু তাই নয়, তারুণ্য তার প্রতিটি স্বেচ্ছাসেবীকে দক্ষ নেতা ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন করে তোলে, ঐক্যবদ্ধতাই একটি সমাজকে পরিবর্তন করতে পারে। আমরা স্বপ্ন দেখি তারুণ্য নামক আইডিয়াটি ছড়িয়ে পড়বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয়। রুমি নোমান
×