ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লর্ডস টেস্ট, লজ্জার ব্যাটিংয়ে ভারতের নাম

প্রকাশিত: ০৫:৩৮, ১২ আগস্ট ২০১৮

 লর্ডস টেস্ট, লজ্জার ব্যাটিংয়ে ভারতের নাম

স্পোর্টস রিপোর্টার ॥ এজবাস্টনে হারলেও অধিনায়ক বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে দারুণ ফাইট করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল সফরকারীরা। কিন্তু এবার প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে গুটিয়ে গেছে ভারত। ক্রিকেটের মক্কা লর্ডসে ১০০ বছরের ইতিহাসে আগে ব্যাটিং করে যা দ্বিতীয় সর্বানিম্ন রানে অলআউটের লজ্জা। ৮৩/১০-এ রেকর্ডটা জিম্বাবুইয়ের। বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৮ রানে। কোহলির দল সেই লজ্জা ছাড়িয়ে গেল। জেমস এ্যান্ডারসনের (৫/২০) দুরন্ত বোলিংয়ের মুখে অধিনায়কের ২৩ রান ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ, রবিচন্দ্রন অশ্বিন করেন সর্বোচ্চ ২৯। আর কেউ দাঁড়াতেই পারেননি। শনিবার তৃতীয়দিন রাতে এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২০৪। বৃষ্টিতে প্রথমদিন ভেস্তে যাওয়ার পর লর্ডস টেস্টের দ্বিতীয়দিনে খেলা হয়েছিল ৩৫.২ ওভার। ভারতের ৬ ব্যাটসম্যান মিলে দলকে ১০ রানের বেশি দিতে পারেননি। আটে নামা অশ্বিন ইনিংস সর্বোচ্চ ২৯ রানের জোগান না দিলে কি যে হতো। ভারতের আর একজনের ব্যাট থেকে ২০-এর বেশি রান এসেছে। বিরাট কোহলি করেছেন ২৩। আদালতে দৌড়ঝাঁপ করা বেন স্টোকস নেই। তবে বুড়ো এ্যান্ডারসন একাই ধসিয়ে দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই পেসারের সুইংয়ের উত্তর খুঁজে পায়নি ভারত। এ্যান্ডারসন নিয়েছেন ৫ উইকেট। আর একটি উইকেট হলে লর্ডসে ১০০ উইকেট হয়ে যাবে তার। টেস্ট ইতিহাসে কোন পেসারের এক মাঠে উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের জন্য সেটি ছিল প্রথম ইংল্যান্ড সফর। খেলাও হয়েছিল এমনি মে-জুনে। আরলি সামার মানেই ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য কঠিনতম। আর ৫ বছর বয়সী একটা টেস্ট খেলুড়ে দলের জন্য এশিয়ার বাইরে মাত্র ১৩তম টেস্ট। সেদিন লর্ডসে বাংলাদেশ ৩৮.২ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। ১০০ বছরের মধ্যে যেটি ছিল লর্ডসে প্রথমে ব্যাট করে দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংস। পরশু বাংলাদেশের চেয়েও ছোট ইনিংস উপহার দিল ভারত। ৩৫.২ ওভারে অলআউট ১০৭ রানে। লর্ডসের আগে ব্যাট করে সবচেয়ে ছোট ইনিংসের রেকর্ড জিম্বাবুইয়ের, ৩০.৩ ওভারে ৮৩। লর্ডসে একবার ভারত অলআউট হয়েছিল মাত্র ১৭ ওভারে। তবে সেটি ছিল ম্যাচের তৃতীয় ইনিংসে। ১৯৯০ সালের পর দলটি কখনই লর্ডসে ৬২ ওভারের নিচে কোন ইনিংসে অলআউট হয়নি। ২০০০ সাল থেকে তারা কমপক্ষে ৭৭ ওভার ব্যাট করেছে এই মাঠে। ১৯৫২ সালে ওল্ডট্র্যাফোর্ডে ম্যাচের দ্বিতীয় আর নিজেদের প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ২১.৪ ওভারে। ২০১৪ সালে ওভাল টেস্টের তৃতীয় ইনিংসে ভারত টিকতে পেরেছিল ২৯.২ ওভার। তারপরই এই লর্ডস-বিপর্যয়। ইংল্যান্ডের যে কোন মাঠে এটি ভারতের চতুর্থ সংক্ষিপ্ততম ইনিংস।
×