ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন মৌসুমে নেইমার-এমবাপের সঙ্গে প্যারিস জায়ান্টদের আকর্ষণ জিয়ানলুইজি বুফন

পিএসজির মিশন শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৮, ১২ আগস্ট ২০১৮

  পিএসজির মিশন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকেই শুরু হয়েছে ফ্রেঞ্চ লীগ ওয়ানের নতুন মৌসুম। তবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মাঠে নামছে আজ। থমাস টাচেলের শিষ্যদের প্রতিপক্ষ কায়েন। এটি ছাড়াও আর দুটি ম্যাচ রয়েছে লীগ ওয়ানে। লিও স্বাগত জানাবে এমিনেসকে। অন্য ম্যাচে বোর্দো মুখোমুখি হবে স্ট্র্যাসবার্গের। তবে পিএসজি বনাম কায়েনের ম্যাচেই আলাদা করে দৃষ্টি রাখবে ফুটবলপ্রেমীরা। লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই গত মৌসুমে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। লক্ষ্য ছিল বিশ্বের এক নম্বর তারকার মর্যাদা লাভ করা। কিন্তু গত ১২ মাসে নিজের লক্ষ্য শতভাব পূরণ করতে পারেননি তিনি। যে কারণেই নতুন মৌসুমে বিশ্ব ফুটবলের সেরার ‘ট্যাগ’টা হয়তো ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গেই ভাগাভাগি করে নিতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। প্রাক ডি প্রিন্সেসে কায়েনের বিপক্ষে ম্যাচ দিয়ে লীগ ওয়ানের শিরোপা রক্ষার মিশনে নামবে পিএসজি। এ ম্যাচে সবার নজর থাকবে পায়ের ইনজুরির কারণে গত আসরের শেষ তিনমাসে দলের বাইরে কাটানো ব্রাজিলিয়ান তারকা নেইমারের দিকে। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যুক্যাম্প থেকে প্যারিসে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজিতে গিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তাকে নিয়ে তৈরি হয় নতুন গুঞ্জন। এবার পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। তবে নেইমার আপাতত প্যারিসেই থাকছেন। সম্প্রতি এক সাক্ষাতকারেই নিশ্চিত করেছেন তা। এ বিষয়ে নেইমার বলেন, ‘আমি প্যারিসেই থাকছি। দলটির সঙ্গে আমার একটি চুক্তি রয়েছে। দল ত্যাগের গল্পগুলো সংবাদ মাধ্যমের সৃষ্টি। আমি চুক্তিবদ্ধ হয়েছি এবং সবাই সেটি জানে কেন আমি পিএসজিতে যোগ দিয়েছিলাম। এই ক্লাবের হয়েই আমি শিরোপা জয় করতে চাই। আশা করছি এই মৌসুমটি হবে চমৎকার।’ পিএসজির হয়ে প্রথম মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন নেইমার। কিন্তু শেষটা বিষাদে। কেননা গত ফেব্রুয়ারিতেই যে মারাত্মক ইনজুরিতে পড়েন তিনি। চোট কাটিয়ে সময় মতোই রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামেন নেইমার। কিন্তু রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ে ব্রাজিলকে অনুপ্রাণিত করতে ব্যর্থ হন তিনি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমার ব্যর্থ হলেও রাশিয়ায় আলো ছড়িয়েছেন তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে চার গোল করে দলকে শিরোপা জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখেন তরুণ প্রতিভাবান এই স্ট্রাইকার। যার ফলে তরুণ প্রতিভাবান ফুটবলারের পুরস্কারটাও নিজের শোকেসে তুলেন এমবাপে। পেলের পর বিশ্বকাপের ইতিহাসে ১৯ বছর বয়সী এই তারকাই সবচেয়ে কম বয়সে টুর্নামেন্টের ফাইনালে গোল করার নজীর সৃষ্টি করেন। মস্কোর ফাইনালে তার দল ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়াকে। সেই সঙ্গে ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় অঁরি-জিদানের উত্তরসূরিরা। নেইমারকে যখন বার্সা থেকে নিয়ে আসে পিএসজি। ঠিক তখনই মোনাকো থেকে ধারে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন এমবাপে। যে কারণে নেইমারের চেয়ে পারিশ্রমিক পাওয়ার হিসেবে ফরাসী তারকা যে খুব একটা পিছিয়ে সেটা বলা যাচ্ছে না মোটেও। তাকে কেনার জন্যও সবধরনের চেষ্টা করে ইউরোপ সেরার মুকুটপরা রিয়াল। এমবাপেও সাফ জানিয়ে দেন তিনি এখন পিএসজিতেই থাকবেন। এর ফলে নতুন মৌসুমে এবারও পিএসজির সেরা আকর্ষণ নেইমার-এমবাপে। তাদের সঙ্গে ক্যারিয়ারের গোধূলিবেলায় জুভেন্টাস ছেড়ে পিএসজিতে নতুন করে ঠিকানা গড়া জিয়ানলুইজি বুফন তো আছেনই। সাবেক ইতালির এই কিংবদন্তি গোলরক্ষকের মতে, এমবাপের সামনে উজ্জ্বল ভবিষ্যত। এমবাপের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমার বন্ধু আন্দ্রে বারজাগলি আমাকে বলেছেন, তার ২০ বছরের ক্যারিয়ারে বল নিয়ে এমন দ্রুতগতির খেলোয়াড় কখনই দেখেননি তিনি।’ ২০১৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে এমবাপের মোনাকোর বিপক্ষে জুভেন্টাসের হয়ে লড়েছিলেন তিনি। এমবাপেকে প্রতিহত করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল বলে মন্তব্য করেন বুফন। তার মতে, অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন এমবাপে। আশাকরি সে তার লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে। নতুন মৌসুমে পিএসজি শুধু লীগ নয়, বরং উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাটাও ছোঁয়ার স্বপ্নে বিভোর। কেননা, নেইমার-এমবাপেকে রেখে বুফনের মতো কিংবদন্তি গোলরক্ষকও যে কিনেছে তারা। সেই সঙ্গে কোচ হিসেবেও উনাই এমেরির পর থমাস টাচেলকে নিয়োগ দিয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি।
×