ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপালী পর্দায় সানচেজ

প্রকাশিত: ০৫:৩৭, ১২ আগস্ট ২০১৮

 রূপালী পর্দায় সানচেজ

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের চিলিয়ান স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজকে এবার দেখা যাবে রূপালী পর্দায়। সানচেজের বাস্তবের জীবন এবার দেখা যাবে সিনেমাতে। অস্কার বিজয়ী সিনেমা ‘এ ফ্যান্টাস্টিক ওমেন’-এর প্রোডাকশন হাউস ফাবুলা থেকে নির্মিত হবে সিনেমাটি। চিলির এই প্রোডাকশন হাউসটি সিনেমার নাম দিয়েছে ‘এ্যালেক্সিস’। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও আপলোড করে সিনেমা সম্পর্কে নিজেই জানিয়েছেন সানচেজ। ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন- ‘তুমি যদি আজ হাল ছেড়ে দাও, গতকাল পর্যন্ত যা করেছ তার কোন মূল্যই নেই।’ সিনেমায় দুইবারের কোপা আমেরিকার শিরোপা জয়ী এই ফরোয়ার্ডের জীবন নিয়ে অনেক কিছু জানা যাবে। সিনেমায় একটি বার্তায় তাকে বলতে শোনা যায়, ‘এটাই সেই জায়গা যেখান থেকে আমি শুরু করেছিলাম। ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার স্বপ্ন দেখেছিলাম। আমি কখনই স্বপ্ন দেখা থেকে সরে যাইনি। কারণ জীবন সুযোগে পরিপূর্ণ। এটি একটা ছেলের গল্প, যে তার স্বপ্ন সত্যি করার জন্য সব করেছে।’ ২০১৯ কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের শুরুর দিনই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
×