ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্দ্রে রাসেলের অবিস্মরণীয় কীর্তি

প্রকাশিত: ০৫:৩৬, ১২ আগস্ট ২০১৮

 আন্দ্রে রাসেলের অবিস্মরণীয় কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ডের সৃষ্টিই হয় ভাঙ্গার জন্য। ক্রিকেট তবু মাঝে মাঝে এমন সব ঘটনার জন্ম দেয় তৎক্ষণিক যেটিকে অবিশ্বাস্য বলে মনে হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) তেমনি এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন আন্দ্রে রাসেল। যে কোন ঘারানার টি২০ ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে বোলিংয়ে হ্যাটট্রিক ও ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন জ্যামাইকান তারকা অলরাউন্ডার। ম্যাচে তার পারফর্মেন্স ৩/৩৮ ও ১২১*! ফলে ত্রিনবাগো নাইটরাইডার্সের ছুড়ে দেয়া ২২৩ রানের চ্যালেঞ্জটা রাসেলের দল জ্যামাইকা তালাওয়াশ টপকে গেছে ৩ বল আর ৪ উইকট হাতে রেখে। ম্যাচসেরা কে হয়েছেন? সেটি বোধহয় বলার প্রয়োজন নেই। ক্লাব কিংবা আন্তর্জাতিক যে কোন ঘারানার টি২০ ইতিহাসে এর আগে শুধু একজন ক্রিকেটারই এক ম্যাচে হ্যাটট্রিকের সঙ্গে সেঞ্চুরি তুলে নিতে পেরেছিলেন। তিনি ইংল্যান্ডের জো ডেনলি। ভিটালিটি ব্লাস্ট টি২০তে গত জুলাইয়ে রেকর্ডটি গড়েছেন তিনি। পরশু পোর্ট অব স্পেনে একই কীর্তি গড়ে ডেনলির রেকর্ডে ভাগ বসালেন রাসেল। জয়ের জন্য ২২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নেমে ৪১ রানেই ৫ উইকেট হারিয়েছিল জ্যামাইকা। দলটির পাড় ভক্তও হয়তো তখন জয়ের স্বপ্ন দেখেননি। কিন্তু এদিন রাসেলের গায়ে কী ভর করেছিল কে জানে। এ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে হাফসেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র ২২ বলে। এই মৌসুমে যা দ্রুততম। তারপর সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন মাত্র ১৮টি বল। সবমিলিয়ে ৪০ বলে করা তার সেঞ্চুরিটি সিপিএলের ইতিহাসেরই দ্রুততম। শেষ পর্যন্ত ১৩ ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে অপরাজিত ১২১। সত্যি অবিশ্বাস্য, অতিমানবীয়। ক্লাব টি২০ ক্যারিয়ারে রাসেলের এটি দ্বিতীয় সেঞ্চুরি ও প্রথম হ্যাটট্রিক। রাসেল এই রান করেছেন সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে। জ্যামাকার হয়ে কেমার লুইস ৩৫ বলে ৫১, জনসন চার্লস ১৬ বলে ২৪ রান করে আউট হন। এছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তার আগে বল হাতে রাসেলের কীর্তির কথা না বললেই নয়। তালাওয়াশের হয়ে হ্যাটট্রিক করেছেন ইনিংসের শেষ ওভারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে। তুলে নিয়েছেন ত্রিনবাগোর তিন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম (৫৬), ড্যারেন ব্রাভো (২৯) ও দীনেশ রামদিনকে (০)। ইনিংসে তার বোলিং বিশ্লেষণ ৩-০-৩৮-৩। আর গত মৌসুমে রশিদ খানের পর সিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা। তার আগে আবার দুর্দান্ত একটি ক্যাচও (ক্রিস লিনের ক্যাচ) ধরেছেন রাসেল। রেকর্ডটা জো ডেনলির সঙ্গে ভাগাভাগি করলেও অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই রাসেলের মতো সেঞ্চুরি ও হ্যাটট্রিকের নজির ক্রিকেট ইতিহাসেই দ্বিতীয়টি আছে কি না সেটি রীতিমতো গবেষণার বিষয়। ম্যাচের ফল ছাপিয়ে কখন নির্দিষ্ট কোন খেলোয়াড়কে নিয়ে আলোচনা হয়? খুব স্বাভাবিকভাবেই অতিমানবীয় কোন পারফর্মেন্স করলে। সিপিএলে ঠিক এ কাজই করেছেন রাসেল। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে জ্যামাইকা তালাওয়াশ। রাসেলের জাতীয় দল সতীর্থ কার্লোস ব্রেথওয়েটের টুইট, ‘আমার দেখা সেরা টি২০ ইনিংস না হলেও অন্যতম সেরা তো বটেই। আন্দ্রে রাসেল বিশেষ কিছু। তোমাকে টুপি-খোলা অভিনন্দন।’ জ্যামাইকা, উইন্ডিজ তো বটেই বিশ্ব ক্রিকেটেরই টি২০’র বড় বিজ্ঞাপন ক্রিস গেইলও কিন্তু বসে থাকেননি, ‘কি অসাধারণ ইনিংস। অসাধারণ।’ ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘ক্রিকবাজ’ টুইটারে রাসেল-স্তুতি সেরেছে এক শব্দে, ‘অতিমানব।’ সত্যি অতিমানবীয়। অবিশ্বাস্য।
×