ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমতায় সিরিজ শেষ করল মুমিনুলরা

প্রকাশিত: ০৫:৩৬, ১২ আগস্ট ২০১৮

সমতায় সিরিজ শেষ করল মুমিনুলরা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ সমতায় শেষ হয়েছে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইরিশদের কাছে ৮ উইকেটে হারে বাংলাদেশ ‘এ’ দল। তাতে করে সিরিজে ২-২ সমতা আসে। প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানে জিতে বাংলাদেশ ‘এ’ দল। তাতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ড ‘এ’ দল ৩৪ রানে জিতে সিরিজে ১-১ সমতা আনে। চতুর্থ ওয়ানডেতে আবার জেতে বাংলাদেশ ‘এ’ দল। এবার মুমিনুলবাহিনী ৮৫ রানে জয় পায়। তাতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মুমিনুলরা। পঞ্চম ওয়ানডে জিতে গেলেই সিরিজ জয় হয়ে যেত। কিন্তু হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। তাতে করে সিরিজ সমতায় শেষ হয়। এখন আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দল সৌম্য সরকারের নেতৃত্বে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সোমবার প্রথম টি২০তে খেলতে নামা দিয়ে টি২০ মিশন শুরু হবে বাংলাদেশ ‘এ’ দলের। দুই দলের মধ্যকার বুধবার দ্বিতীয় ও ১৭ আগস্ট তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল টস জিতে আগে ব্যাটিং করেন। ডাবলিনের আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮৩ রান করে। ম্যাচটিতে ফজলে মাহমুদ (৭৪) ও মোহাম্মদ মিঠুন (৭৩) হাফসেঞ্চুরি করেন। জবাব দিতে নেমে এ্যান্ডি বালবার্নির অপরাজিত ১৬০ রানের সঙ্গে ম্যাকব্রাইনের ৮৯ রানে ২ উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে ২৮৫ রান করে জিতে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। শুরুতেই ৩৪ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে মুমিনুলবাহিনী। পরে অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে এগিয়ে যেতে থাকে টাইগাররা। আগের ম্যাচে ১৮২ রানের রেকর্ড ইনিংস খেলা মুমিনুল এই ম্যচেও রানের দেখা পেয়েছেন। অল্পের জন্য হাতছাড়া করেছেন হাফসেঞ্চুরি। ৬২ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৬ রান করেন তিনি। মুমিনুল আউট হয়ে ফিরে গেলেও ফিফটি তুলে নিয়েছেন মিঠুন। ৭৩ বলে ৯ বাউন্ডারিতে ৭৩ রান করে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরের সময়গুলোতে একাই খেলেছেন ফজলে মাহমুদ। ৭৪ রানের ইনিংসটি ৬৩ বলের ইনিংসে ৭টি চারে সাজিয়ে ইনিংসের মাত্র এক বল বাকি রেখে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে আসে ২০ রান। আল আমিন করেন ২২ রান। আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে পিটার চেজ একাই ৫ উইকেট নেন। নিজেদের ইনিংসে মুমিনুলদের কোন পাত্তা দেয়নি আইরিশরা। ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তিন ব্যাটসম্যানের কল্যাণে ম্যাচটি নিজেদের করে নেয় তারা। মূলত এ্যান্ডুর করা ১৪৪ বলে অপরাজিত ১৬০ রানেই হেরে গেছে বাংলাদেশ। দলের হয়ে একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ও সানজামুল ইসলাম। স্কোর ॥ বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ॥ ২৮৩/৮; ৫০ ওভার (মিজানুর ২০, জাকির ১০, মুমিনুল ৪৬, শান্ত ১৫, মিঠুন ৭৩, ফজলে রাব্বি ৭৪, আল আমিন জুনিয়র ২২, সাইফ ৭, সানজামুল ২*, শরিফুল ২*; ম্যাকব্রাইন ৪১/০, কেনেডি ১/৪৫, চেজ ৫/৪২, ডেলানি ০/৫৭, সিমি ১/৪৩, গার্থ ১/৫৪)। আয়ারল্যান্ড ‘এ’ দল ইনিংস ॥ ২৮৫/২; ৪৬.৪ ওভার (শ্যানন ৪, বালবার্নি ১৬০*, ম্যাকব্রাইন ৮৯, সিমি ২০*; খালেদ ০/৪৬, শরিফুল ১/৪৫, সানজামুল ১/৫৬, সাইফ ০/৬৭, ফজলে রাব্বি ০/৫২, আল আমিন জুনিয়র ০/১২, শান্ত ০/৬)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে পরাজিত। সিরিজ ॥ পাঁচ ম্যাচ সিরিজ ২-২ সমতায় শেষ।
×