ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেমিতে খেলা নিশ্চিত করেছেন সিতোলিনা, স্টিফেন্সও

মন্ট্রিয়েলে সেমিফাইনালে সিমোনা

প্রকাশিত: ০৫:৩৫, ১২ আগস্ট ২০১৮

মন্ট্রিয়েলে সেমিফাইনালে সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ মন্ট্রিয়ালের ডব্লিউটিএ টুর্নামেন্টে অংশ নেননি এবার বেশ কয়েকজন বড় তারকা। তাই মোক্ষম সুযোগ সিমোনা হ্যালেপের জন্য শিরোপা জেতার। কারণ ইউএস ওপেনের আগে এটি হবে তার জন্য দারুণ প্রস্তুতি। বর্তমান বিশ্বের এক নম্বর এ খেলোয়াড় অবশ্য সে পথে অনেকখানিই এগিয়ে গেছেন। ২৬ বছর বয়সী রোমান এ তারকা ৬ নম্বর বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৭-৫, ৬-১ সেটে বিদায় করে দিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। এছাড়াও বিদায় নিয়েছেন হল্যান্ডের অবাছাই কিকি বার্টেন্স এবং ১৪ নম্বর বাছাই বেলজিয়ামের এলিস মার্টেন্স ও লাটভিয়ার অবাছাই আনাস্তাসিয়া সেবাস্তোভা। সেমিতে উঠেছেন ১৫ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টি, ৩ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের কৃষ্ণকন্যা স্লোয়ান স্টিফেন্স ও ৫ নম্বর বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনা। মন্ট্রিয়ালের এ ডব্লিউটিএ আসরকে ইউএস ওপেনের সবচেয়ে সেরা প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে বিশ্বের সেরা তারকারা মন্ট্রিয়ালের আসরে অংশ নেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সেরেনা উইলিয়ামসসহ বেশ কয়েকজন নামী তারকা খেলতে আসেননি। তবে এ্যাঞ্জেলিক কারবার, ভেনাস উইলিয়ামস, জোহানা কন্টারা অংশ নিয়েছিলেন। তারা সবাই ছিটকে পড়াতে রাস্তা পরিষ্কার হয়ে গেছে সিমোনার। আর সুযোগটা কাজে লাগিয়ে উঠে গেছেন শেষ চারে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অবশ্য ফরাসী তারকা গার্সিয়া বেশ লড়াই করেছিলেন। বিশেষ করে প্রথম সেটে জয় তুলে নিতে সংগ্রাম করতে হয়েছে সিমোনাকে। কিন্তু এ রোমান তারকা শেষ পর্যন্ত জয় তুলে নেন দুই সেটেই প্রতিপক্ষকে সরাসরি হারিয়ে। সিমোনা জয়ের পর বলেন, ‘প্রথম সেট সত্যিই বেশ কঠিন ছিল। তবে আমি কোনভাবেই হাল ছাড়িনি। শেষ পর্যন্ত সেটটি জেতার পর নিজের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস অনুভব করেছি। আমার মনে হচ্ছে যে আমি বেশ ভালভাবেই নড়াচড়া করতে পারছি, বেশ শক্তি প্রয়োগ করে ভাল খেলতেও পারছি। কিন্তু আমার মনে হয় গার্সিয়া প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে কিছুটা হতাশ ছিল এবং তার শক্তিমত্তায়ও ঘাটতি দেখা দিয়েছিল।’ গত দুইদিনেই তিনটি ম্যাচ খেলেছেন সিমোনা। আর সে কারণে ডব্লিউটিএ সময়সূচীর তীব্র সমালোচনা করেন সিমোনা, ‘আমি এটা নিয়ে খুবই হতাশ। আমি দলের সবার সঙ্গেই এ বিষয়ে কথা বলেছি এবং সবাই খুব হতাশ। আমি কখনও সূচী নিয়ে অভিযোগ করিনি, তবে আজকের পর মনে হচ্ছে অনেক হয়েছে।’ ২০১৬ সালে মন্ট্রিয়ালে শিরোপাজয়ী সিমোনা সেমিফাইনালে মুখোমুখি হবেন অসি তারকা বার্টির। ১৫ নম্বর বাছাই এ তারকা শেষ আটের লড়াইয়ে ডাচ তরুণী বার্টেন্সকে ৬-৩, ৬-১ সেটে হারিয়ে দেন। তিনি প্রথমবার মন্ট্রিয়ালে নেমেই শেষ চারে উঠেছেন। তবে আকর্ষণীয় সেমি হবে দ্বিতীয়টি। সেখানে মুখোমুখি হবেন ৩ নম্বর বাছাই স্টিফেন্স ও ৫ নম্বর বাছাই সিতোলিনা। টানা দ্বিতীয় বছরের মতো সেমিতে উঠেছেন স্টিফেন্স ৬-২, ৬-২ সেটে সরাসরি লাটভিয়ান সেবাস্তোভাকে হারিয়ে। তিনি বলেন, ‘আমি খুব ভাল খেলছি এবং ইউএস ওপেনের আগে এটা খুবই ভাল ব্যাপার আমার জন্য। আরও কিছু ভাল ফলাফলের প্রত্যাশায় আছি।’ আর সিতোলিনা ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে দেন বেলজিক তরুণী মার্টেন্সকে। অথচ প্রথম সেটেই ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি। দাপটের সঙ্গে খেলে এগিয়ে থাকলেও পরে দুরন্ত সিতোলিনার তোপে হার স্বীকার করেন মার্টেন্স।
×