ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেবেন সাংবাদিকরা

প্রকাশিত: ০৫:২৭, ১২ আগস্ট ২০১৮

 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেবেন সাংবাদিকরা

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে আগামী ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিক নেতারা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী থেকে নতুন এই কর্মসূচী ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ। সমাবেশে সংগঠনের সভাপতি মোল্লা জালাল কর্মসূচী ঘোষণা করে বলেন, আমরা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ওই দিন আমরা সমাবেশ করব। সমাবেশে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে। পরের দিন ১৬ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে। মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকরা অবস্থান করবে।
×