ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি-জামায়াত মিথ্যাচার করে ইতিহাস ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ॥ ইনু

প্রকাশিত: ০৫:২৫, ১২ আগস্ট ২০১৮

 বিএনপি-জামায়াত মিথ্যাচার করে ইতিহাস ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১১ আগস্ট ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ছাত্রছাত্রীদের আন্দোলন বিএনপি-জামায়াত চক্র ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই তাদের গাত্রদাহ, মনের জ্বালা। ছাত্র আন্দোলনের সব দাবি মেনে নিয়ে সরকার তা বাস্তবায়ন করছে। সুতরাং ছাত্রছাত্রীদের কাঁধে বন্দুক রেখে কোন পরিস্থিতিতেই জলঘোলা করতে পারবে না। তিনি বলেন, বিএনপি এবং জামায়াত জঙ্গীরা শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না। ওরা দিনে দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। শনিবার সকালে ভেড়ামারা ডাকবাংলো চত্বরে তিন দিনব্যাপী আয়োজিত জাতীয় ফলদ বৃক্ষমেলা উদ্বোধনের আগে ‘কথা বলতে দিন, গুজব ছড়াবেন না, সাংবাদিকদের নিয়ে নোংরা রসিকতায় কাদের’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ইনু বলেন, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার সরকার গ্রহণ করেছে। সাংবাদিকের দাবির সঙ্গে সরকার একমত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করা হবে এবং কঠিন সাজা দেয়া হবে।
×