ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক পরিবহন আইন ॥ দুই সংগঠনের দু’রকম দাবি

প্রকাশিত: ০৫:২৪, ১২ আগস্ট ২০১৮

    সড়ক পরিবহন আইন ॥ দুই সংগঠনের দু’রকম দাবি

স্টাফ রিপোর্টার ॥ সরকার ‘সড়ক পরিবহন আইন-২০১৮’এর খসড়া করার সময় মালিকদের স্বার্থকে প্রাধান্য দেয়ায় নিরাপত্তার বিষয়গুলো ‘গুরুত্ব পায়নি’ বলে অভিযোগ করেছে রোড সেইফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন। শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন আইনের খসড়া ‘ন্যায্যতার’ ভিত্তিতে সংশোধন এবং যুগোপযোগী করার দাবি জানিয়েছে সংগঠনটি। সড়ক পরিবহন আইন জাতীয় সংসদে ওঠার আগে সকলের সঙ্গে আলোচনা করে তা আরও যুগোপযোগী ও গণমুখী করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন। যাত্রাবাড়ী প্রধান কার্যালয়ে সংগঠনের এক জরুরী সভা থেকে এ আহ্বান জানানো হয়। আইনটি সংশোধানের দাবি জানিয়ে ট্যাংকলরি নেতারা বলেন, খসড়া আইনে পাঁচ বছরের সাজা পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়াবে। তাই তিন বছর সাজা নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি দুর্ঘটনা সংক্রান্ত অপরাধ জামিনযোগ্য, ৩০২ ধারার পরিবর্তন চান নেতারা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে রোড সেইফটি ফাউন্ডেশনের ১৬ দফা দাবি তুলে ধরেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ শরীফ। তিনি বলেন, এ আইনে সড়ক নিরাপত্তার বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি। মোট কথা পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রী- তথা জনসাধারণ- সকল পক্ষের স্বার্থ সুরক্ষা হয়নি।
×