ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেয়েদের ঋতুকালীন পরিচ্ছন্নতা বিষয়ে সমাজ মুখ খুলছে না

প্রকাশিত: ০৫:২৩, ১২ আগস্ট ২০১৮

 মেয়েদের ঋতুকালীন পরিচ্ছন্নতা বিষয়ে সমাজ মুখ খুলছে না

স্টাফ রিপোর্টার ॥ সমাজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও মেয়েদের ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়টি নিয়ে সমাজ এখনও মুখ খুলছে না। সবাই সুস্থ শিশু চায়। শিশুর সুস্থ জন্ম নির্ভর করে সুস্থ কিশোরীর ওপর। কিশোরীর শারীরিক পরিবর্তন অন্যতম একটি বিষয়। এর মধ্যে মেয়েদের ঋতুকালীন পরিচ্ছন্নতা অন্যতম, সমাজ যদি এই বিষয়ে সচেতন হয় তবে সুস্থ শিশু পাওয়া সম্ভব বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। জীবনযুদ্ধে সংগ্রামী নারীদের প্ল্যাটফর্ম ‘পাওয়ার অব শি’ আয়োজিত মেয়েদের ঋতুকালীন পরিচ্ছন্নতায় সচেতনতা প্রসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আয়োজিত এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শনিবার বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কনফারেন্স হলে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পারিবারিক সচেতনতা জরুরী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মেয়েদের জন্য ঋতুকালীন সময়ের খরচটাকে অনেক পরিবার বাড়তি খরচ বলে মনে করেন। কিন্তু একটা ছেলের বয়ঃসন্ধি সময়ের নানা খরচকে বাড়তি মনে করেন না। তাই প্রথমে পরিবারকে সচেতন করতে হবে। ঋতুকালীন সময়ের বিভিন্ন পণ্যের ওপর যে সরকারী ভ্যাট ধরা হয়েছে সেটি কমানোর বিষয়ে আলোচনা করা যেতে পারে। ঋতুকালীন সময়ের সচেতনতা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ নিয়ে চুমকি আরও বলেন, মহিলা ও শিশু মন্ত্রণালয়ে আলোচনা চলছে। মহিলা ও শিশু নিয়ে কোন কাজ করতে গেলে দেখা যায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সেটি তাদের এখতিয়ারে। তারপরও মেয়েদের ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কিশোরীদের সচেতন করার চেষ্টা চলছে। মেয়েদের জন্য সব গুরুত্বপূর্ণ জায়গায় টয়লেটের ব্যবস্থা করা জরুরী। বর্তমানে উন্নতমানের টয়লেট, টিস্যু, হ্যান্ডওয়াশের ব্যবস্থা থাকলেও সেটি পর্যাপ্ত নয়। পাওয়ার অব শি’র প্রজেক্ট চীফ সাবিনা স্যাবির পরিচালনায় অনষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, এ্যাকশন এইডের বাংলাদেশ প্রধান ফারাহ কবীর, পারসোনার নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিপি খন্দকার, ডাক্তার নওশিন শারমিন পুরবী, সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম মামুনুর রহমান।
×