ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতেছে পরাজিত শক্তি ॥ নানক

প্রকাশিত: ০৫:২৩, ১২ আগস্ট ২০১৮

 আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতেছে পরাজিত শক্তি ॥ নানক

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতেছে পরাজিত শক্তি বিএনপি-জামায়াত। এ বিষয়ে পূর্বের মতো আমাদের সতর্ক থাকতে হবে। রাজপথে থেকেই যে কোন অপশক্তির ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নয়নের রোলমডেল। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। কিন্তু বিএনপি-জামায়াত অপশক্তির জোট বাংলাদেশের এই বিস্ময়কর ও অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমন কোন নাশকতা বা ষড়যন্ত্র নাই যা করে নাই। সম্মানিত অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, আমাদের অনুপ্রেরণার নাম জাতির পিতা বঙ্গবন্ধু, আমাদের সাহসের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু। জাতির পিতার অস্তিত্ব বাংলাদেশের সবুজ প্রান্তরে, নদীর কলতানে, ঝির ঝির বাতাসে, পাতার পল্লবে, আমাদের হৃদয়ের পরতে পরতে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি বাঙালীর হৃদয়ে যিনি চির জাগরুক, তাকে (বঙ্গবন্ধু) হত্যা করে কী নিঃশ্বেষ করা যায়? যায় না, যাবেও না।
×