ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হেলমেট বিক্রি বেড়ে গেছে

প্রকাশিত: ০৪:২২, ১২ আগস্ট ২০১৮

  হেলমেট বিক্রি বেড়ে গেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে বেশ নড়েচড়ে উঠেছে রাজধনীর বাইক চালকরা। তার রেশ গিয়ে ঠেকেছে রাজধানীর হেলমেটের বাজারেও। ফলে ব্যস্ত সময় পার করছেন মোটরসাইকেল যন্ত্রাংশ ব্যবসায়ীরা। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগে যেখানে দিনে ১০ থেকে ১২টির বেশি হেলমেট বিক্রি হতো না, এখন সেখানে অনায়াসেই ৫০টির মতো হেলমেট বিক্রি হচ্ছে। কোন কোন ব্যবসায়ী দিনে শতাধিক হেলমেট বিক্রির কথাও জানিয়েছেন। মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে বাধ্যবাধকতা থাকলেও মানত না কেউ। কিছু চালকদের হেলমেট ব্যবহার করতে দেখা গেলেও আরোহীদের বেশির ভাগই এড়িয়ে যেতেন। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় হেলমেট ছাড়া আরোহীদের মোটরসাইকেল থেকে নামিয়ে দিতে দেখা গেছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশও। আরোহীর হেলমেট না থাকলে চালককে মামলা দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়িতে সতর্ক হয়ে উঠেছেন চালক-আরোহী সবাই। এসব কারণেই মূলত ঢাকাসহ সারা দেশে বেড়েছে হেলমেটের বিক্রি।
×