ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রভাতী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৩০ শতাংশ

প্রকাশিত: ০৪:১৯, ১২ আগস্ট ২০১৮

 প্রভাতী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৩০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১৮.৪০ টাকা থেকে বেড়ে ২২ টাকায় পৌঁছায়। অর্থাৎ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ১৯.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইলের ১৭.৯২ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ১৭.১৭ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ১৭.১৪ শতাংশ, সিমটেক্সের ১৪.৯৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ১৪.৮০ শতাংশ ও ইনটেকের ১৩.৪৮ শতাংশ বেড়েছে।
×