ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাল শেয়ার দেখে বিনিয়োগ করতে হবে ॥ ইমন

প্রকাশিত: ০৪:১৯, ১২ আগস্ট ২০১৮

  ভাল শেয়ার দেখে বিনিয়োগ করতে হবে ॥ ইমন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজারের সার্বিক সূচক দেখে নয়, ভালো শেয়ার দেখে বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। একইসঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করতে হবে। ডিএসইর ট্রেনিং একাডেমির আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এ সব কথা বলেন। এদিন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান করা হয়। তিনি বলেন, শেয়ারবাজারে গুজবের বশবর্তী হয়ে হয়ত প্রাথমিকভাবে লাভবান হওয়া যায়, কিন্তু সেই লাভ ধরে রাখা যায় না। তবে শিক্ষার মাধ্যমে শেয়ারবাজারে নিয়মিত লাভ করা যায়। আর শিক্ষিত বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু বাজার তৈরি হয়। তিনি আরও বলেন, শেয়ারবাজারে যে কোন শেয়ার লেনদেন করার জন্য বাজার সম্পর্কে ধারণা থাকা জরুরি। ব্যবসায়ে ঝুঁকির পাশাপাশি এর ফলাফল সম্পর্কেও জানা জরুরী। বিবেচিত ঝুঁকি অনুযায়ী বিনিয়োগ করলে ক্ষতি হবার সম্ভাবনা কম থাকে। একজন বিনিয়োগকারীর বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারের মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানিয়েছেন মিনহাজ মান্নান ইমন। তুলনামূলক কম ঝুঁকি গ্রহণ করে, অধিক মুনাফা অর্জনের জন্য শেয়ারের মূল্যায়নের বিকল্প নেই। সব শেয়ার বিনিয়োগ করলেই যে লাভবান হওয়া যাবে, তার কোন নিশ্চয়তা নেই। মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এ বিষয়গুলো জানানোই হলো এই প্রশিক্ষণ কর্মশালার মুখ্য উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন রিসোর্স পার্সন অধ্যাপক মোহাম্মদ মুসা এবং ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ হোসনে আরা পারভীন।
×