ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৪:১৪, ১২ আগস্ট ২০১৮

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কল্যাণী ঘোষের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ের জামাই দুলাল চন্দ্র দাশ। শনিবার দুপুরে তিনি জনকণ্ঠকে বলেন, আগস্টের ৪ তারিখ সকালে রাজধানীর বাংলামোটরে কল্যাণী ঘোষ তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। শুক্রবার থেকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জন্ম থেকেই পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন কল্যাণী ঘোষ। গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের বীনাজুড়িতে। মাত্র ৫ বছর বয়স থেকে মা লীলাবতী চৌধুরীর কাছে গান শেখা শুরু করেন। বাবা ইঞ্জিনিয়ার মনোমোহন চৌধুরীও সংস্কৃতিমনা ছিলেন। চট্টগ্রাম বেতারে ১৯৬৩ সালের জানুয়ারিতে তিনি প্রথম গান করেন। মুক্তিযুদ্ধের সময় ভারতের ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তার ভাই প্রবাল ও উমা গান করেন। সেখানে তিনি ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র সঙ্গে যোগ দেন। ‘রূপান্তরের গান’ নামক গীতিনাট্যে গাইতেন। পরে এর নাম হয় ‘মুক্তির গান’। মুক্তিযুদ্ধের সময় তার জাদুকরী কণ্ঠ দিয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিলেন , লাখ লাখ শরণার্থীসহ সাধারণ মানুষকে সংগঠিত করেছিলেন।
×