ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে স্কুলবাসে সৌদি হামলার তদন্ত দাবি নিরাপত্তা পরিষদের

প্রকাশিত: ০৩:৫৯, ১২ আগস্ট ২০১৮

 ইয়েমেনে স্কুলবাসে  সৌদি হামলার  তদন্ত দাবি  নিরাপত্তা  পরিষদের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের একটি স্কুলবাসে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়। ওয়েবসাইট। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে বৃহস্পতিবার সকালে একটি স্কুলবাসের ওপর বিমান হামলা চালায় সৌদি বাহিনী। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই পাশবিক হামলায় অন্তত ৫০ ব্যক্তি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৭ ব্যক্তি। ইয়েমেনের আল-মাসিরা টিভি জানিয়েছে, হতাহতরা বাসে করে কোরানের ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছিল। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্যারেন পিয়ের্স বলেছেন, ‘পরিষদের সদস্য দেশগুলো ইয়েমেনে সৌদি হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব দেশ স্কুলবাসে সৌদি বিমান হামলার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে।’ বৈঠকের শুরুতে জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সৌদি আরবের ওই পাশবিক বিমান হামলা সম্পর্কে অবহিত করেন। পিয়ের্স আরও বলেন, ইয়েমেনের স্কুলবাসে সৌদি বিমান হামলার বিষয়ে কীভাবে সবচেয়ে ভাল উপায়ে তদন্ত সম্পন্ন করা যায় সেজন্য নিরাপত্তা পরিষদ এখন জাতিসংঘসহ অন্যদের সঙ্গে পরামর্শ করবে।
×