ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোমানিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৫৮, ১২ আগস্ট ২০১৮

 রোমানিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

রোমানিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার ৩০ থেকে ৫০ হাজার বিক্ষোভকারী রাজধানী বুখারেস্টসহ দেশের বিভিন্ন শহরে জড়ো হয়ে সরকারের পদত্যাগ দাবি করেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশ থেকে ছুটে যাওয়া অনেক প্রবাসীও যোগ দেন। খবর বিবিসির। বুখারেস্টে বিক্ষোভকারীদের ছোড়া বোতল ও সড়কের খোয়ার প্রত্যুত্তরে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে। আন্দোলনকারীদের একটি দল সরকারী ভবনে প্রবেশেরও চেষ্টা চালায়; যদিও পরে নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। ইউরোপীয় ইউনিয়ন ও রোমানিয়ার পতাকা হাতে থাকা বিক্ষোভকারীদের অনেককেই স্লোগান দিতে ও ড্রাম বাজাতে দেখা যাচ্ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষে হালকা আহত প্রায় এক শ’ আন্দোলনকারীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০জন সদস্যও আহত হয়েছেন বলে জরুরী বিভাগ জানিয়েছে। বিক্ষোভকারীরা বিচার বিভাগকে দুর্বল করতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের (এসপিডি) নানান পদক্ষেপের বিরোধিতার পাশাপাশি কম মজুরি ও দেশজুড়ে বাড়তে থাকা দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলেও দাবি জানায়। শুক্রবারের বিক্ষোভে অংশ নিতে স্পেন থেকে স্বামীকে নিয়ে দেশে ছুটে যাওয়া ইলেনা এ্যাঞ্জেল বলেন, আমরা আধুনিক রাস্তাঘাট ও স্কুল দেখতে চাই। সর্বোপরি ডানে ও বামে কাউকে ঘুষ দিতে হবে না তারও নিশ্চয়তা চাই। ৩০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করা ভøাদও (৬০) এসেছেন পিএসডি সরকারের পদত্যাগের দাবি নিয়ে। তিনি বলেন, দুর্নীতি ও অর্থ আত্মসাত, যা ক্ষমতাসীন শ্রেণীকে লাভবান করে, এটাই আমাকে বিরক্ত করছে। কয়েক মাস ধরে সরকারবিরোধী এ বিক্ষোভ দানা বাঁধতে থাকলেও জুলাইতে প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস দুর্নীতিবিরোধী কৌঁসুলি লরা কোদ্রুতা কোভেসিকে বরখাস্ত করলে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় ও জাতীয় রাজনীতিকদের উৎকোচ গ্রহণের অভিযোগের নেতৃত্ব দিচ্ছিলেন লরা। পিএসডি সরকারের তীব্র চাপের মুখেই প্রেসিডেন্ট ক্লাউস তাকে বরখাস্ত করতে বাধ্য হন বলেও মনে করা হচ্ছে। দুর্নীতির দায়ে অভিযুক্তদের কারাগার থেকে ছেড়ে দিতে সরকারের এক ডিক্রির প্রতিবাদে গত বছরও বুখারেস্টে দেড় লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।
×