ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বর্ষসেরায় তারুণ্যের জয়জয়কার

প্রকাশিত: ০৭:১২, ১১ আগস্ট ২০১৮

 পাকিস্তানের বর্ষসেরায় তারুণ্যের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিভার অভাব পাকিস্তান ক্রিকেটে কখনই ছিল না। এখনও নেই। তার বড় প্রমাণ প্রতিষ্ঠিত সব তারকাকে পেছনে ফেলে দেশটির বর্ষসেরার তালিকায় তারুণ্যের জয়জয়কার। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তরুণ পেসার মোহাম্মদ আব্বাস, আরেক পেসার হাসান আলি ওয়ানডে ও ব্যাটসম্যান বাবর আযমের মুকুটে উঠেছে বর্ষসেরা টি২০র খেতাব। করাচিতে বার্ষিক এ্যাওয়ার্ড নাইটে ক্রিকেটারদের পুরস্কৃত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গ্রেট শহীদ আফ্রিদিসহ সাবেক তারকাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। মাত্রই গত বছর এপ্রিলে টেস্ট অভিষেক আব্বাসের। তার পর থেকে সাদা পোশাকে দারুণ সব পারফর্মেন্স উপহার দিচ্ছেন এই পেসার। গত ১২ মাসে পাকিস্তান খেলেছে পাঁচ টেস্ট। ২৮ বছর বয়সী সুইং বোলার আব্বাস তাতে ১৬.৮৫ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। ওয়ানডেতে সময়টা দারুণ কাটছে হাসানের। এই সময়ে ১২ ম্যাচে ১৮ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। তার ইকোনমি মাত্র ৪.৭৬। আর ২৩ বছর বয়সী বাবর আযম টি২০ তে মাত্র ১২ ইনিংসে ৫৪.৩৩ গড়ে করেছেন ৪৮৯ রান। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে চারটি হাফ সেঞ্চুরি। ক’দিন আগে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন ফখর জামান। বিস্ফোরক এই ওপেনার জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজেই গড়েন দ্রুততম এক হাজার রানে পৌঁছানোর বিশ্ব রেকর্ড। অসাধারণ এই পারফরমেন্সের জন্য ‘স্পেশাল এ্যাওয়ার্ড’ পেয়েছেন এই ওপেনার। গত এক বছরে কোনো ম্যাচ মিস না করা সুপার ফিট অধিনায়ক সরফরাজ আহমেদ জিতেছেন ‘ইমতিয়াজ আহমেদ স্পিরিট অব ক্রিকেট’ এ্যাওয়ার্ড। তার নেতৃত্বেই ফাইনালে চিরশত্রু ভারতকে হরিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে তাক লাগিয়ে দেয় পাকিস্তান। এছাড়া দেশটির প্রমীলা তারকা সানা মির জিতেছেন জিতেছেন মহিলাদের বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার। জাভেরিয়া খানের হাতে গেছে নারীদের বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পদক। এদিকে, হাঁটুর ইনজুরির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লীগের গেল আসরে হাঁটুতে চোট পান তিনি। সেই চোটের কারণেই আসন্ন সিপিএলে খেলতে পারবেন না আফ্রিদি। সুস্থ হতে আফ্রিদিরও পুনর্বাসন দরকার। সিপিএল থেকে নিজেকে প্রত্যাহারের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন জ্যামাইকা তালাওয়াশের খেলোয়াড় আফ্রিদি। আধুনিক পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এ ক্রিকেটার বলেন, ‘এ বছর সিপিএলে খেলতে পারব না আমি। আমার হাঁটুর ইনজুরির কারণে পুনর্বাসন দরকার। আমি বাড়িতে থেকে নিজ দলকে উৎসাহ করব।’ আফ্রিদির পরিবর্তে পাকিস্তানেরই আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ।
×