ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৭:১১, ১১ আগস্ট ২০১৮

 জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জুজুৎসু এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতার অংশ হিসেবে জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুজুৎসু এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক প্রিন্স। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ১৬ ক্যাটাগরিতে খেলোয়াড়রা ১৬ স্বর্ণ, ১৬ রৌপ্য ও ৩২ তাম্রপদক জয়ের জন্য লড়াইয়ে নামে। জাতীয় জুজুৎসু প্রতিযোগিতায় ১৬ ক্যাটাগরিতে যেসব খেলোয়াড় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করবে তারা জাপান ও নেপালের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতার শেষদিনে শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে।
×