ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে ফিরছেন ইমরান নাজির

প্রকাশিত: ০৭:০৮, ১১ আগস্ট ২০১৮

 ক্রিকেটে ফিরছেন ইমরান নাজির

স্পোর্টস রিপোর্টার ॥ অমিত সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেটে এসেছিলেন ইমরান নাজির। কিন্তু অফ-ফর্ম, মাঠের বাইরে অনিয়ন্ত্রিত জীবনযাপন আর বিরল রোগের কারণে সব কেমন বদলে গেল। ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে খেলতে পেরেছেন মাত্র ৮ টেস্ট আর ৭৯ ওয়ানডে। সর্বশেষ মাংসপেশির তন্তুতে প্রদাহের কারণে দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর আবারও পোশাদার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ইমরান নাজির। সেটিও আবার গ্রেট শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের সহায়তায়। ‘আমি এখন ফিট। দীর্ঘদিন পর আবারও খেলতে পারব। ভক্তরা প্রার্থনা করেছেন বলেই আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য আমি পিসিবি ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সবকিছু নতুন করে শুরু করতে চাই।’ সংবাদ মাধ্যমকে বলেন তিনি। টেস্ট ও ওয়ানডেতে ১৯৯৯ সালে অভিষেক ইমরান নাজিরের। এর আট বছর পর টি২০তে। ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে। আন্তর্জাতিক অঙ্গনে সেটাই ইমরান নাজিরের শেষ উপস্থিতি। এরপর পাকিস্তান দল থেকে ছিটকে পড়েন। গত সাড়ে চার বছর বেশ জটিল এক রোগে ভুগেছেন ৩৬ বছর বয়সী এ ওপেনার। মাংসপেশির হাড়ের সঙ্গে যুক্ত থাকা তন্তুর (টেন্ডন) প্রদাহে ভুগেছেন নাজির। রোগটা ইংরেজী নাম ‘টেনডিনাইটিজ’। এ রোগ কাটিয়ে নিজেকে এখন পেশাদার ক্রিকেট খেলার মতোই ফিট বলে ঘোষণা করলেন ইমরান নাজির।
×