ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যানইউ নিয়ে অখুশি স্কোলস

প্রকাশিত: ০৭:০৮, ১১ আগস্ট ২০১৮

ম্যানইউ নিয়ে অখুশি স্কোলস

স্পোর্টস রিপোর্টার ॥ পুরো ফুটবল ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছিলেন। ১৯৯৩ থেকে ২০১৩ পর্যন্ত ওল্ডট্র্যাফোর্ডে থাকা পল স্কোলস বর্তমানে ক্লাবটির পরিস্থিতি নিয়ে তেমন সন্তুষ্ট হতে পারছেন না। বিশেষ করে গত মৌসুমে অন্যতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ১৯ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জেতার পর তা মেনে নিতে বেশ কষ্টই হচ্ছে ৪৩ বছর বয়সী স্কোলসের। সাবেক এ মিডফিল্ডার কোচ জোশে মরিনহোকে সতর্ক করেছেন ক্লাবের ভাগ্য অচিরেই পরিবর্তন করতে হবে। তার কোচিং কৌশল নিয়েও তীব্র সমালোচনা করেছেন স্কোলস। তবে সাবেক এ মিডফিল্ডারের এসব সমালোচনায় মরিনহোও দারুণ খেপেছেন। এবার ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আজ থেকে। প্রথমদিনেই মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিচেস্টার সিটির বিপক্ষে নতুন মৌসুমের অভিযান শুরু হবে রেড ডেভিলদের। এর আগেই স্কোলস দল নিয়ে নিজের উদ্বিগ্নতা প্রকাশ করলেন। তিনি বলেন, ‘আমি কোনভাবেই খুশি হতে পারছি না। মরিনহোর ফুটবল কৌশল, নিজস্ব পদ্ধতি ভাল লাগছে না। যতটা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা সেভাবে উপভোগ করতে পারছে না, যেভাবে তারা খেলতে অভ্যস্ত সেটা পারছে না।’ স্কোলসের এমন মন্তব্য তার সঙ্গে পর্তুগীজ কোচ মরিনহোর আগের দ্বন্দ্বটার কথাই মনে করিয়ে দিচ্ছে। আর এবার প্রাক মৌসুমেও ম্যানইউ যে নৈপুণ্য দেখিয়েছে তাতে করে ২০ বছর ক্লাবটিতে কাটানো স্কোলসকে বেশ ব্যথাই দিচ্ছে। বিশেষ করে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে লিভারপুলের কাছে ৪-১ গোলে হারার পর মরিনহোও তার হতাশা প্রকাশ করেন যে নতুন করে খেলোয়াড় নিবন্ধিত না করাটাই এমন পরাজয়ের কারণ। স্কোলস বলেন, ‘আমি যদি সেখানে খেলতাম, যে কৌশলে এখন খেলানো হচ্ছে- অবশ্যই আমি খুশি হতে পারতাম না।’ স্কোলস স্যার এ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ের অধীনে ইউনাইটেডে খেলে ১১ প্রিমিয়ার লীগ এবং ২টি ইউরোপিয়ান কাপ জিতেছেন। কিন্তু মরিনহো এবার নিয়ে তৃতীয় বছরের মতো তার দায়িত্ব পালন করবেন রেড ডেভিলদের। স্কোলস বলেন, ‘কোচ হিসেবে অবশ্যই দলকে উপভোগ করার মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে। কিন্তু বর্তমান সময়ে ইউনাইটেডে তেমন কিছু খুবই কম সময় ঘটছে।’ স্কোলসের মন্তব্যে দারুণ খেপেছেন মরিনহো। তিনি বলেন,‘পল যদি কোনদিন কোচ হওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমি আশা করব সে যেন আমার সাফল্যের অন্তত ২৫ ভাগ অর্জন করতে পারে।’ কিন্তু মরিনহোর এমন মন্তব্যে কোন কর্ণপাতই করছেন না স্কোলস। তিনি আরও বলেছেন, ‘তার দল যদি ভাল করতে না পারে, যেহেতু তারা ভাল খেলতে পারছে না এবং উপভোগ করতে পারছে না, লীগ জেতার জন্য চ্যালেঞ্জও জানাতে পারছে না- তাহলে তার উচিত চলে যাওয়া। কিন্তু তার তো অনেক অভিজ্ঞতা, বিশ্বের শীর্ষ ক্লাবগুলোতে ছিলেন।
×