ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ

প্রকাশিত: ০৭:০৪, ১১ আগস্ট ২০১৮

 সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ সড়কে বিশৃঙ্খলা আর অনিয়ম নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ দীর্ঘদিনের। শিক্ষার্থীদের আন্দোলনে বিষয়টি আরও স্পষ্ট হয়। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর ধরে সড়কে যে নৈরাজ্য ফুলে ফেঁপে উঠেছে, তা থেকে মুক্তির জন্য মালিক-শ্রমিক, যাত্রী, ট্রাফিক পুলিশ এবং বিআরটিএ-কে একসঙ্গে কাজ করতে হবে। সড়কে দুর্ঘটনা, চালকের লাইসেন্স না থাকা, নিবন্ধন কিংবা ফিটনেসবিহীন গাড়ি। গণপরিবহনে সব জায়গাতেই চলছে এই অব্যবস্থাপনা। ঢাকায় দুই শিক্ষার্থী নিহতের পর জোরালো হয়, গণপরিবহন খাত ঘিরে তৈরি হওয়া নৈরাজ্য বন্ধের দাবি। পরিবহন সংশ্লিষ্টরাও স্বীকার করছেন, নানা অনিয়ম আর বিশৃঙ্খলার কথা। তাই সমন্বিতভাবে এ খাতে শৃঙ্খলা ফেরানোর তাগিদ তাদের। বিশেষজ্ঞরা বলছেন, একদিন দুইদিন নয় দীর্ঘদিনের অনিয়ম আর অব্যবস্থাপনায় এর জন্য দায়ী। এই খাতের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের। সড়কে শৃঙ্খলা আনতে আগের চেয়ে অনেক বেশি তৎপর ট্রাফিক বিভাগ। তবে, সুফল পেতে সব পক্ষকেই আইন মেনে চলার আহ্বান তাদের। . রাজধানীতে প্রকাশ্যেই গণপরিবহনে চলছে চাঁদাবাজি রাজধানীতে প্রকাশ্যেই গণপরিবহনে চলছে চাঁদাবাজি। আর বিভিন্ন কল্যাণ তহবিলের নামে এসব চাঁদাবাজির কাছে একপ্রকার জিম্মি পরিবহন খাত। আর এসব কিছুর খেসারত দিতে হচ্ছে যাত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে চাঁদাবাজির এ সিন্ডিকেট ভেঙ্গে দিতে না পারলে থামবে না রাজপথের অরাজকতা। প্রতিদিন সড়কে গাড়ি চালাতে বিভিন্ন স্ট্যান্ডে হাজারেরও বেশি টাকা গুনতে হয় প্রতিটি বাস চালককে। দিনেদুপুরে এ দৃশ্য রাজধানীর যাত্রবাড়ী বাসস্ট্যান্ডে। তুরাগ পরিবহনের প্রতিটি বাস থেকে ৬৫০ টাকা করে কেটে নিচ্ছে সিন্ডিকেট। এ বিষয়ে জানতে চাইলে নিজেকে সিটি কর্পোরেশনের লোক বলে পরিচয় দিলেও তার কোন প্রমাণ দেখাতে পারেনিন তারা। প্রতিটি বাস থেকে এমন চাঁদা তোলার ক্ষেত্রে রয়েছে তাদের নানা অজুহাত। এক চাঁদাবাজ বলেন, হ্যাঁ কার্ড আছে আমার, কিন্তু আমার সঙ্গে নেই এই মুহূর্তে। আরেক চাঁদাবাজ বলেন, যানজট থাকে, আমরা সেগুলো ক্লিয়ার করি। আমরা পরিশ্রম করে ১০ টাকা তাদের কাছ থেকে চেয়ে নিই। বাসের একভুক্তভোগী হেলপার বলেন, মালিক সমিতি নেয়, তারপরে আর লোকজন আছে। থানাওয়ালারাও খায়। ট্রাফিক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কেন এভাবে প্রতিটি বাস থেকে চাঁদা তোলা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে হঠাৎই ব্যস্ত হয়ে পড়েন তিনি। -স্টাফ রিপোর্টার
×