ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ভবনে ফাটল

প্রকাশিত: ০৭:০৩, ১১ আগস্ট ২০১৮

 মাদারীপুরে গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত  ভবনে ফাটল

স্টাফ রিপোর্টার ॥ মাদারীপুরে গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ৩১টি ‘বীর নিবাস’ ভবনের বেশ কয়েকটি হস্তান্তরের বছর না ঘুরতেই বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। এতে বসবাস নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন গৃহহীন মুক্তিযোদ্ধার পরিবার। এতে ক্ষোভ জানিয়ে এ ঘটনার তদন্ত করে বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধাসহ সুধিজনেরা। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম। সরকারীভাবে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি পাকা ভবনের একটি পেয়েছেন তিনি। এক বছর পার হওয়ার আগেই তার ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। নিম্নমানের কাঠ দেয়ায় দরজা-জানালা বাঁকা হয়ে গেছে, বর্তমানে ঘরের দরজা লাগানো সম্ভব হয় না। নষ্ট হয়ে গেছে এই প্রকল্পের সঙ্গে দেয়া নলকূপটিও। একই অবস্থা সাত লাখ টাকার মূল্যে নির্মিত পাশের কেন্দুয়া ইউনিয়নের কাউয়াকুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আক্কেল আলী আকনের ‘বীর নিবাস’-এর। এ ঘটনার তদন্ত করে ‘বীর নিবাস’ নির্মাণ কাজের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি’র কর্মকর্তাদের শাস্তি দাবি জানিয়েছেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার। মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, ফাটলের অভিযোগ পাওয়ায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ এলজিইডির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাদারীপুরে ২ হাজার ৫ শ’ ৭৩ জন সরকারী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে গৃহহীন ৩১ জন মুক্তিযোদ্ধাকে ৭ থেকে ১০ লাখ টাকা ব্যয়ে বীর নিবাস নামের বসতঘর নির্মাণ করে দেয় সরকার।
×