ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাসের পর মাস রাস্তা খুঁড়ে রাখছেন ঠিকাদাররা

প্রকাশিত: ০৭:০২, ১১ আগস্ট ২০১৮

 মাসের পর মাস রাস্তা খুঁড়ে রাখছেন ঠিকাদাররা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যুগোপযোগী করতে সরকার যখন ব্যাপক তৎপর, তখন বেশ কিছু এলাকায় ঠিকাদারদের অনিয়মের ফলে অতিষ্ঠ নগরবাসী। টেন্ডারের শর্ত ভঙ্গ করে মাসের পর মাস রাস্তা খুঁড়ে রাখছেন তারা। এতে পরিবেশের পাশাপাশি বছরজুড়েই চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীর। কখনও কখনও তা পরিণত হয় মৃত্যু ফাঁদে। আইন কিংবা নিয়ম-কানুন কাগজ-কলমে থাকলেও তা মানছে না কেউই। অপরিকল্পিত উন্নয়নের কারণে এ অবস্থা উল্লেখের জন্য নজরদারি বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের। রাজধানী ঢাকার সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর অন্যতম শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সড়কটি। অবস্থানগত ভাবে শাহবাগকে ঢাকার প্রাণকেন্দ্র বলা হলেও এই মোড়ের একটি বড় এলাকা জুড়ে গর্ত খুঁড়ে রাখা হয়েছে।
×