ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা

প্রকাশিত: ০৭:০২, ১১ আগস্ট ২০১৮

কক্সবাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা

স্টাফ রিপোর্টার ॥ অপরাধ কমাতে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। একে সময় উপযোগী উদ্যোগ মনে করছে, শহরবাসী। পুলিশ বলছে, সিসি ক্যামেরা স্থাপনে নিরাপত্তার আওতায় আসবে গোটা শহর। পর্যটন নগরী কক্সবাজার, যেখানে প্রতিবছর ভিড় জমায় অন্তত ১৫ লাখ পর্যটক। পাশাপাশি শহরে রয়েছে চার লাখের বেশি বাসিন্দা। এখন রোহিঙ্গা ইস্যুতে নতুন করে শহরটিতে অবস্থান করছে প্রায় দুই হাজার বিদেশী। এসব কারণে কক্সবাজারে এখন গুরুত্বপূর্ণ ইস্যু, নিরাপত্তা। তাই শহরের বিভিন্ন স্থানকে আনা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ৃআপাতত ৪০টি পয়েন্টে লাগানো হয়েছে ৫২টি ক্লোজ সার্কিট ক্যামেরা। জেলা পুলিশের এই কর্মকর্তা জানালেন, ‘অপরাধ দমনে তাদের কাজে সহায়ক ভূমিকা রাখবে এসব ক্যামেরা।’ ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে প্রাথমিকভাবে খরচ হয়েছে ৩ কোটি টাকা। আগামী ৩ মাসের মধ্যে ক্যামেরার সংখ্যা একশটি করা হবে বলেও জানান কর্মকর্তারা।
×