ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রসঙ্গীত আমাদের পথ চলার সাথী ॥ পাপিয়া সারোয়ার

প্রকাশিত: ০৬:৫৬, ১১ আগস্ট ২০১৮

রবীন্দ্রসঙ্গীত আমাদের পথ চলার সাথী ॥ পাপিয়া সারোয়ার

সঙ্গীতশিল্পী পাপিয়া সারোয়ার। নিরলস চেষ্টা ও অদম্য ইচ্ছাকে আঁকড়ে ধরে যিনি এখনও সঙ্গীত সাধনা করে যাচ্ছেন। অন্যান্য কালজয়ী বাংলা গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতকে বেছে নিয়েছেন জীবনের ব্রত হিসেবে। সঙ্গীতের অমিয় ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তার সঙ্গীতলব্ধ জ্ঞান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবসকে কেন্দ্র করে মাই টিভিতে বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় শম্পা রেজার সঞ্চালনায় গানের অনুষ্ঠানে শ্রোতাদের সরাসরি গান গেয়ে শোনান গুণী এই শিল্পী। কথা হয় তার সঙ্গে। টিভিতে আপনার উপস্থিতি কম কেন? পাপিয়া সারোয়ার : অনেকদিন অসুস্থ ছিলাম। ভার্টিগোতে ভুগেছি অনেকদিন। সেজন্য টিভি বা অন্য কোন অনুষ্ঠানে উপস্থিতি কম ছিল। এখন মোটামুটি ভাল আছি। বর্তমান প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের প্রয়োজন কতটা সময়োপযোগী? পাপিয়া সারোয়ার : সব অবস্থায়ই রবীন্দ্রনাথের প্রয়োজন রয়েছে। যেমন ধরা যায় রবীন্দ্রনাথের ‘দিকে দিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস’ বর্তমান সময়ে এটা বেশি প্রমাণিত। এছাড়া ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ গানটির মূল তাৎপর্য হলো হে প্রভু তুমি আমাকে শান্ত করে দাও। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম দুরবস্থা থেকে পরিত্রাণের পথকে আরও সুগম করে তোলে। তার গান আমাদের শান্তি দিতে পারে। রবীন্দ্রসঙ্গীত আমাদের পথ চলার সাথী। তার কবিতা ও বিভিন্ন লেখা সব কিছুই সময়োপযোগী। আপনার নতুন গানের এ্যালবামের উপস্থিতি কম কেন? পাপিয়া সারোয়ার : জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশ হয়েছে ‘চোখের দেখা প্রাণের কথা’ শিরোনামে আমার একটি এ্যালবাম। এতে আমার মেয়ে জিশাও কণ্ঠ দিয়েছে। একই প্রতিষ্ঠান থেকে বের হয়েছিল আমার একক এ্যালবাম ‘আকাশ পাণে হাত বাড়ালেম’ ও ‘পূর্ণ চাঁদের মায়ায়’। আমি কিন্তু একেবারে থেমে নেই। মাঝে মধ্যে এ্যালবামের কাজ করছি। নতুন এ্যালবামের কাজ শুরু করব। গান সিলেকশনের কাজ চলছে। নতুন প্রজন্মের শিল্পীরা কেমন গাইছে বলে মনে করেন? পাপিয়া সারোয়ার : অনেকই খুব ট্যালেন্ট এবং তারা মূলধারার গানই করছেন। তবে খুব কমসংখ্যক আছেন যারা এই ধারা থেকে সরে যাচ্ছেন। তাছাড়া বেশিভাগ শিল্পীরা খুব ভাল গান করছেন এবং তারা অনেক শিক্ষিত। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি খুবই আশাবাদী। রবীন্দ্রসঙ্গীত নিয়ে পরিকল্পনার কথা বলুন। পাপিয়া সারোয়ার : নতুন কোন পরিকল্পনা নয়। শুদ্ধভাবে আমাদের দেশের ছেলেমেয়েরা যাতে রবীন্দ্রসঙ্গীত শিখতে পারে এমন একটি ক্ষেত্র তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। -গৌতম পান্ডে
×