ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খন্দকার ইসমাইলের ‘স্মাইল শো’ অভিবাসী পর্ব

প্রকাশিত: ০৬:৫৩, ১১ আগস্ট ২০১৮

 খন্দকার ইসমাইলের ‘স্মাইল শো’ অভিবাসী পর্ব

স্টাফ রিপোর্টার ॥ খন্দকার ইসমাইলের পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে এটিএন বাংলার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’। অনুষ্ঠানের এবারের পর্ব প্রচার হবে আজ শনিবার রাত ১১টায়। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সজল আমিন, প্রযোজনায় আসলাম শিকদার ও সমন্বয়কারী আরিফুল ইসলাম। এটিএন বাংলার বিশেষ ম্যাগাজিন ‘স্মাইল শো’ সাধারণত বিনোদনমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানের এবারের পর্বটি অভিবাসীদের প্রতি উৎসর্গ করে সাজানো হয়েছে। নির্মল বিনোদনের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা আর দেশপ্রেমের প্রেরণা যোগায় ‘স্মাইল শো’। প্রবাসীদের সম্মানে রেজাউর রহমান রিজভির কথায় একটি বিশেষ গান পরিবেশন করবেন রিফাত খন্দকার, মার্লিন, সুমি মির্জা ও ফাহিম ফয়সাল। এক সময়ের বিখ্যাত গান ‘বিদেশ ঘুরে দেশে এসে, দশ গ্রামের সোনার ছেলে’, এই গানটি প্রথম গেয়েছিলেন প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল। এর পরে অনেকে গেয়েছেন। জাফর ইকবালের প্রতি শ্রদ্ধা রেখে গানটি নতুন আঙ্গিকে পরিবেশন করবেন খন্দকার ইসমাইল ও খন্দকার বাপ্পি। রয়েছে জার্মান প্রবাসী এস এম লুৎফরের গান। বিদেশ যেতে করণীয় এবং বর্জনীয় নিয়ে বিশেষ সাক্ষাতকার পর্বে অংশগ্রহণ করেন শ্রম ও অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। অংশ নিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর বাবু। প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন স্কিটে অভিনয় করেন মাহবুবুর রহমান টনি , জাহিদ শিকদার, আশরাফ কবির, লিটন খন্দকার, হায়দার আলী, নূরুন্নবী রাসেল, তারিকুজ্জামান তপনসহ আরও অনেকে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অর্থ উপার্জন করতে গিয়ে এক সময় ক্লান্ত হয়ে পড়া প্রবাসীদেরও স্বপ্ন থাকে। সেই স্বপ্ন নিজ দেশে, নিজ মাটিতে ফিরে এসে শান্তির পরশ পাওয়া। যাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা হয় বেগবান। সেই প্রবাসীরা ভাল থাকুক। তাদের পরিবারে সমৃদ্ধি আসুক। সেই প্রত্যাশায় সাজানো হয়েছে এবারের ‘স্মাইল শো’।
×