ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরালায় বৃষ্টি ও ভূমিধসে ২৬ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:১৬, ১১ আগস্ট ২০১৮

 কেরালায় বৃষ্টি ও  ভূমিধসে ২৬  জনের মৃত্যু

ভারতের কেরালায় কয়েকদিনের ভারি বৃষ্টি ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ইদুক্কি জেলাতেই ভূমিধসে ১১ জন প্রাণ হারিয়েছে। ইদুক্কি বাঁধ এলাকায় (ওয়াটার রিজার্ভার) তিন মাত্রার সতর্কতা জারি করে গত ২৬ বছরের মধ্যে এই প্রথম সেটির ফটক খুলে দেয়া হয়েছে। রিজার্ভারের পানি লেভেল ২৪০০ ফুট অতিক্রম করার বৃহস্পতিবার সেটির তিনটি ফটক খুলে দেয়া হয়। যে কারণে পেরিয়া নদীর পানি আকস্মিকভাবে বেড়ে গিয়ে দুকূল প্লাবিত হতে পারে। এনডিটিভি। কেরালা আবহাওয়া অফিস থেকে শুক্রবারও ভারি বর্ষণের পূর্বাভাস দেয়ায় এদিন ইদুক্কি, ওয়ায়ানাদ, এরনাকুলাম ওপাথানামথিত্তা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত অর্ধশতাব্দীর মধ্যে এবারই কেরালায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান ইউনিয়নমন্ত্রী কেকে আলফোন্স। ভারতে যুক্তরাজ্যের কনস্যুলেট থেকে দেশটির সব নাগরিকদের সতর্ক করে কেরেলা ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাশাপাশি দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানের সঙ্গে কথা বলে সম্ভাব্য সব ধরনের সাহায্যের প্রস্তাব দিয়েছেন।
×