ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে জাতীয় পরিষদ অধিবেশন ১৩ আগস্ট

প্রকাশিত: ০৫:১৫, ১১ আগস্ট ২০১৮

 পাকিস্তানে জাতীয়  পরিষদ অধিবেশন ১৩ আগস্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন ১৩ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বৃহস্পতিবার দাবি করেছে, দলটি গ্র্যান্ড ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স (জিডিএ) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনসালের (বিএনপি-এম) সমর্থন পাওয়ার পর জাতীয় পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী জাস্টিস (অব) নাসিরউল মুলক ১৩ আগস্ট প্রথম জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান সুপারিশ করে প্রেসিডেন্টের কাছে একটি সংক্ষিপ্ত নোট পাঠানোর পর এ কথা জানা যায়। স্পীকার আয়াজ সাদিক অধিবেশনে সভাপতিত্ব করবেন। তিনি নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করাবেন। এরপর তিনি জাতীয় পরিষদের নতুন স্পীকারের নির্বাচন পরিচালনা করবেন এবং নবনির্বাচিত স্পীকারের তত্ত্বাবধানে পার্লামেন্টের ডিপুটি স্পীকার নির্বাচিত হবেন। নবনির্বাচিত স্পীকার পার্লামেন্টের নেতার (প্রধানমন্ত্রী) নাম ঘোষণা করবেন। জিডিএ ইতোমধ্যে কেন্দ্রে সরকার গঠনে পিটিআই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। তারা বলেছেন, ইমরান খানকে ভোট দেবেন এবং স্পীকার ও ডিপুটি স্পীকার হিসেবে ডিটিআই মনোনীত প্রার্থীদের প্রতি সমর্থন দেবেন। সম্প্রতি জিডিএ নেতা পীর পাগারা ও পিটিআই নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর জিডিএ এ সিদ্ধান্ত নেয়। -এক্সপ্রেস ট্রিবিউন
×