ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুশ হস্তক্ষেপ নিয়ে সিনেট কমিটিতে এ্যাসাঞ্জকে তলব

প্রকাশিত: ০৫:১৪, ১১ আগস্ট ২০১৮

 রুশ হস্তক্ষেপ নিয়ে সিনেট কমিটিতে এ্যাসাঞ্জকে তলব

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ঘটনায় সিনেট ইনটেলিজেন্স কমিটির তদন্তে সাক্ষ্য দেয়ার জন্য কমিটি এ মাসে জুলিয়ান এসাঞ্জের প্রতি অনুরোধ জানিয়েছে এবং এ বিস্মৃতিপ্রবণ গোপনীয়তাবিরোধী আন্দোলনকারী বুধবার বলেছেন, তিনি এ অনুরোধ বিবেচনা করছেন। উইকিলিকসের লিগ্যাল টিমের সদস্যরা বলেছে, তারা প্রস্তাবটি বিবেচনা করছেন। কিন্তু শর্তাবলীতে উচ্চ নীতিগত মানের বিষয়টির অবশ্যই নিশ্চয়তা থাকতে হবে। উইকিলিকস কমিটির ১ আগস্টের একটি চিঠির ফটোকপিসহ এক টুইটে বিষয়টিকে ‘স্পর্শকাতর’ বলে উল্লেখ করেছেন। ডেইলি নিউজ। চিঠিতে উল্লেখ করা হয়, ‘কমিটি অনুরোধ জানাচ্ছে যে, আপনি পারস্পরিকভাবে সম্মত সময় ও স্থানে দ্বিদলীয় কমিটির স্টাফের সঙ্গে এক রুদ্ধদ্বার সাক্ষাতকারে উপস্থিত থাকবেন।’ চিঠিতে স্বাক্ষর করেছেন কমিটির ভাইস চেয়ারম্যান ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নার ও কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর রিচার্ড বার। তাদের দুজনের মুখপাত্র সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেন। এসাঞ্জ (৪৭) ২০১২ সাল থেকে লন্ডনে ইকোয়েডোরের দূতাবাসে নির্বাসন অবস্থানে রয়েছেন।
×