ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটনে রুশ দূতাবাসের বিবৃতি

প্রমাণ ছাড়াই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৫:১৩, ১১ আগস্ট ২০১৮

  প্রমাণ ছাড়াই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

রাশিয়া বলেছে, ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দার ওপর কথিত বিষাক্ত গ্যাস হামলার অজুহাতে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কোন প্রমাণ নেই ওয়াশিংটনে রুশ দূতাবাস বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্রমাণ ছাড়া নানা বক্তব্য শুনে অভ্যস্ত হয়ে উঠছি। মস্কোর ওপর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের একদিন পর রুশ দূতাবাস এ অভিযোগ করে। গত ৪ মার্চ ব্রিটিশ সরকার দাবি করেছিল, রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে ব্রিটিশ নাগরিক সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ারের ওপর বিষাক্ত গ্যাসের হামলা হয়েছে এবং তাদেরকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়া জোরালো ভাষায় এ অভিযোগ নাকচ করে আসছে। তবে ব্রিটেনের অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করাকে অনেকেই বাড়াবাড়ি হিসেবে দেখছেন। ইরান সম্প্রতি বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করা যুক্তরাষ্টের বাতিকে পরিণত হয়েছে। এদিকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালকে যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক পদক্ষেপ বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, এর ফলে ঝঞ্ঝাবিক্ষুব্ধ মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরও অবনতি হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে ২০১৫ সালে অর্জিত সমঝোতা লঙ্ঘন করে দেশটির বিরুদ্ধে পূর্ণ মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ নিশ্চিতভাবে ধ্বংসাত্মক পদক্ষেপ। এ সম্পর্কে মারিয়া জাখারোভা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বকে পরমাণু নিরস্ত্রীকরণের যে প্রচেষ্টা চলছে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে তা ক্ষতিগ্রস্ত হবে। ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলেও তিনি উল্লেখ করেন। -ওয়েবসাইট
×