ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩০ বছর পর রূপপুর প্রকল্পের টাকা ফেরত নেবে রাশিয়া

প্রকাশিত: ০৫:১১, ১১ আগস্ট ২০১৮

  ৩০ বছর পর রূপপুর প্রকল্পের টাকা ফেরত নেবে রাশিয়া

রাশিয়ার সঙ্গে চুক্তিকৃত রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের টাকা সম্পূর্ণ নির্মাণ হবার ৩০ বছর পর রাশিয়া ৯০ ভাগ অনুদানের টাকা ফেরত নেবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মন্ত্রী বলেন, রূপপুর প্রজেক্টের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে প্রথমে চুক্তি হয়েছিল যে, রাশিয়া দেবে ৮০ ভাগ এবং বাংলাদেশ দেবে ২০ ভাগ। কিন্তু পরে রাশিয়া আমাদের আগ্রহ দেখে তা ৯০-১০ ভাগে চুক্তি করছে। এই সুযোগটা আমরা হাত ছাড়া করতে পারি না। বৃহস্পতিবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্যোগে। ‘নিউক্লিয়ার এনার্জি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: অপরচুনিটিস এ্যান্ড চ্যালেঞ্জেস, শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। -বিজ্ঞপ্তি
×