ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিদের হারানোয় ঢাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ০৫:১১, ১১ আগস্ট ২০১৮

  পাকিদের হারানোয় ঢাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪ গোলে পরাজিত করায় আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মিছিলে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নারী নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, ডাকসু, কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে অপরাজেয় বাংলায় শেষ হয়। আনন্দ মিছিল শেষে ফুটবল বিজয়ী নারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সন্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। সভাপতি সন্জিত চন্দ্র দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা পাকিস্তানকে ১৪ গোলে পরাজিত করায় তাদের অভিনন্দন জানাই। তাদের সোনালি অর্জনকে ছড়িয়ে দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই আনন্দ মিছিল। কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ ॥ দেশে বর্তমানে সামাজিক ও নৈতিক অবক্ষয় চলছে উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন বলেছেন, কিশোর-কিশোরীদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮’ তে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এথিক্স ক্লাব বাংলাদেশ সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
×