ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেশম শিল্পের ব্যাপক উন্নয়নে মেগা প্রকল্প প্রয়োজন ॥ মির্জা আজম

প্রকাশিত: ০৫:০৯, ১১ আগস্ট ২০১৮

  রেশম শিল্পের ব্যাপক উন্নয়নে মেগা প্রকল্প প্রয়োজন ॥ মির্জা আজম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী রেশম কারখানায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া পাওয়ার লুমের বিভিন্ন পর্যায় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধূরীর নেতৃত্বে কমিটির সদস্যরা রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সদস্যরা রেশম উন্নয়ন বোর্ড থেকে উৎপাদিত সুতা দিয়ে কারখানায় তৈরিকৃত খাঁটি রেশম কাপড় এবং রেশম কারখানার বর্তমান কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। সদস্যরা রেশম কারখানায় তৈরি গরদের কাপড়, সুপার বলাকা দেখে উচ্ছ্বসিত হন এবং রেশম কারখানাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা এমপি উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে ১০ম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে মিলিত হন তারা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন সাবের হোসেন চৌধুরী এমপি। সভায় বস্ত্র বিল-২০১৮ এবং রেশম উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় রেশম শিল্পের উন্নয়নের জন্য মেগা প্রকল্প গ্রহণের বিষয়েও একমত পোষণ করেন। শুক্রবার সরেজমিন পরিদর্শনে এসে রাজশাহী রেশম গবেষণার সভাকক্ষে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি বলেন, রেশম শিল্পের সম্ভাবনা রয়েছে। তবে এর সুষ্ঠু সমন্বয়, পরিকল্পনা ও তদারকি প্রয়োজন। রেশম বোর্ড ও রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট একত্রে হলেও সমন্বয়ের জন্য দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন হওয়া প্রয়োজন বলে জানান। তিনি ২০২১ সালের মধ্যে রেশমের উৎপাদন ১০০ মেট্রিক টনে উন্নীত করার বিষয়ে জোর দেন। এছাড়া তিনি বস্ত্র বিল-২০১৮ অনুমোদনের পর পাট ও রেশমের সমন্বয়ে কোন নতুন পণ্য তৈরি করা যায় কি না এ বিষয়ে বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য তুঁতপাতার ও রেশম কীটের উন্নত জাতের বর্তমান পর্যায় থেকে আরও উন্নত করার বিষয়ে তাগিদ দেন। স্থায়ী কমিটির সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, রেশম শিল্পের ব্যাপক উন্নয়নের জন্য মেগা প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করে যেতে হবে। রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
×