ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার বুয়েট ছাত্র রিমান্ডে

প্রকাশিত: ০৮:৫০, ১০ আগস্ট ২০১৮

গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার বুয়েট ছাত্র রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে সৃষ্ট আন্দোলনকে কেন্দ্র করে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতারকৃত বুয়েটের ছাত্র দাইয়ান নাফিসকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ওই একই মামলা অনলাইন পোর্টাল জুমবাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ চৌধুরীকেও বৃহস্পতিবার রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুয়েটের মেকানিক্যাল বিভাগের ছাত্র দাইয়ানকে বুধবার ছাত্রলীগ নেতারা পুলিশে ধরিয়ে দেয়। ওইদিনই তাকে দুই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। সেই দুই মামলায় বৃহস্পতিবার তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রফিকুল ইসলাম। দাইয়ানকে রমনা থানায় ৫ আগস্ট করা মামলায় এবং ইউসুফকে একই থানায় ১ আগস্ট করা মামলায় রিমান্ডে নেয়ার আবেদন করেন তিনি। তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, দাইয়ান ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে আন্দোলনকে সহিংস করার চেষ্টা করেন। অন্যদিকে তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়ায় জুমবাংলা। শুনানি শেষে মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী বুয়েট ছাত্র দাইয়ানকে চার দিন এবং জুমবাংলার ইউসুফকে এক দিন রিমান্ডে রাখার আদেশ দেন।
×