ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় মহিলা দাবায় রানী হামিদের জয়

প্রকাশিত: ০৭:১৮, ১০ আগস্ট ২০১৮

জাতীয় মহিলা দাবায় রানী হামিদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১০ দাবাড়ু দুই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন : আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ফিদেমাস্টার নাজরানা খান ইভা, ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, নোশিন আঞ্জুম, জাহানারা হক রুনু, ফারজানা হোসেন এ্যানি, প্রতিভা তালুকদার, ওয়ালিজা আহমেদ, ঝর্ণা বেগম ও কিশোয়ারা সাজরীন ইভানা। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের ভবনে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় রানী হামিদ জান্নাতুল ফেরদৌসকে, ইভানা ফিদেমাস্টার আফরোজা খানম বাবলীকে, কাজী জারিন তাসনিমকে, ফিদেমাস্টার জাকিয়া ঠাকুর জানিয়া হককে, নোশিন জান্নাতুল ফেরদৌসকে, রুনু নুশরাত জাহান আলোকে, এ্যানি নাফিসা নুশরাত জাহানকে, প্রতিভা সাদিয়া আফরীন সামিয়াকে, ওয়ালিজা ইশরাত জাহান দিবাকে হারান। ঝর্ণা সাবরিনা জাহান সেজুতির বিরুদ্ধে ওয়াকওভার পান। তবু রোনাল্ডোকে সম্মান জানাবে রিয়াল স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাবকে বেকায়দায় ফেলে, ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দিনকয়েক আগে আবার রিয়াল মাদ্রিদকে আনফলো করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরও সাবেক সুপারস্টারকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বার্নাব্যু ট্রফির আগে পর্তুগীজ অধিনায়ককে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। রিয়াল প্রেসিডেন্টের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক খুব একটা ভাল নয়। তার কারণেই মূলত রিয়াল ছেড়েছেন পর্তুগীজ তারকা। রিয়াল ছাড়ার পর ক্লাবের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, রোনাল্ডোর অভাব বোধ করবে না মাদ্রিদ।
×