ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আফজাল সিনহার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

প্রকাশিত: ০৭:১৪, ১০ আগস্ট ২০১৮

আফজাল সিনহার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন কিডনি ও লিভারজনিত কারণে অসুস্থ ছিলেন, তাই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন আফজালুর রহমান সিনহা। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে চেন্নাইয়ের গ্লেনইগলস গ্লোবাল হেলথ সিটি হসপিটালসে লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ক্রীড়াঙ্গনে ‘কায়সার ভাই’ নামে পরিচিত আফজালুল রহমান সিনহা বেশি পরিচিতি পেয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) গবর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচলাক ছাড়াও তিনি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। এ ক্রীড়া সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিসিবি ছাড়াও বিভিন্ন ক্রীড়া সাংবাদিক সংগঠন, ক্রীড়া ফেডারেশন, ক্লাবসমূহ শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। আফজালুর রহমান দীর্ঘদিন লিভার ও কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। থাইল্যান্ড থেকে ভারতের চেন্নাইতে গিয়েছিলেন চিকিৎসা নিতে। তারপরও অবস্থার কোন উন্নতি হয়নি। বুধবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত আর তাকে বাঁচিয়ে রাখা যায়নি। রাতেই মৃত্যুবরণ করেন আফজাল সিনহা। তার বর্ণাঢ্য কর্মজীবনের বেশিরভাগ জুড়েই ছিল খেলাধুলা। তিনি বিসিবির পরিচালক হওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন ক্লাবের সংগঠক ও পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও তিনি। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন ক্লাব থেকে শোকবার্তা প্রকাশ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান, আবাহনী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) থেকে শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই বিশেষ বিমানে করে আনা হয়েছে তার মরদেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় একমি ল্যাবরেটরিজে প্রথম জানাজা, ঢাকা ক্লাবে রাতে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কফিন রাখা হয়। আজ সকাল ৯টায় তার আরেকটি জানাজা হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নেয়া হবে আবাহনী ক্রিকেট ক্লাবে। তারপর গ্রামের বাড়ি বিক্রমপুরে নেয়া হবে তার মরদেহ। সেখানে আরেকবার জানাজা শেষে আছর নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
×