ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুর্নামেন্টের আগেই আঙ্গুলে অস্ত্রোপচার

এশিয়া কাপ খেলবেন না সাকিব!

প্রকাশিত: ০৭:১৪, ১০ আগস্ট ২০১৮

এশিয়া কাপ খেলবেন না সাকিব!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘খুব সম্ভবত এশিয়া কাপের আগেই হবে (অস্ত্রোপচার)।’ সার্জারি এশিয়া কাপের পরে না আগে? বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে দেশে ফেরা টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশ্নটি করতেই জবাবে এমনই বলেন তিনি। তাতেই বোঝা যাচ্ছে, আঙ্গুলের সমস্যায় আর ভুগতে চান না তিনি। ইনজেকশন নিয়ে বারবার খেলতে চান না। চান স্থায়ী একটি সমাধান। এশিয়া কাপের আগেই যে অস্ত্রোপচার করতে চান, তাও বলে দিলেন। তাতেই নিশ্চিত হওয়া যায় এশিয়া কাপ খেলবেন না সাকিব। কারণ অস্ত্রোপচার হলে যে দুইমাস মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। এশিয়া কাপ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। হাতে আছে মাত্র একমাস। হাতের অবস্থা কী? তা জানতে গেলে সাকিব বলেন, ‘ফিজিও ভাল বলতে পারবে। এটা তো সবাই আমরা জানি এখন যে সার্জারি করতে হবে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায় করলে ভাল হয়, কবে করলে ভাল হয়। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভাল।’ সঙ্গে পুরো ফিট না হয়ে যে খেলতে চান না তাও জানান। বলেছেন, ‘আমি তো তাই মনে করি হওয়া উচিত। কারণ চাই না যে ফুল ফিট না থেকে খেলতে। কাজেই সেভাবে যদি চিন্তা করি এশিয়া কাপের আগে হবে এটাই নরমাল।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো ফিট হয়ে খেলেননি সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি২০ সিরিজেও আঙ্গুলের ব্যথা দূর করতে সাকিবকে একটি ব্যথানাশক ইনজেকশন দেয়া হয়েছে। তা নিয়েই মাঠে নামতে হয়েছে সাকিবকে। প্রথম টি২০তে সেই কাজ করতে হয়েছে। এ বছর জানুয়ারিতে দেশের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বল ধরতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। তাতে করে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। ফাইনালসহ শেষ দুটি ম্যাচ খেলেন। মারাত্মক ইনজুরিতে পড়ায় সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টও খেলতে পারেননি সাকিব। আঙ্গুলে সেলাই হয়েছিল। সেলাই করার কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ভাবা হলেও তা হয়নি। উল্টো সেলাই খোলার সময় আঙ্গুল ফুলে গিয়েছিল। ব্যথাও করছিল। তাতে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচও খেলেননি সাকিব। এবার আবারও ব্যথা দেখা দিয়েছে। তাতে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে সাকিবের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তা আগেই বোঝা গিয়েছিল। এবার সাকিবই তা নিশ্চিত করে দিলেন। সাকিব শুধু অস্ত্রোপচার নিয়েই নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে সাফল্য নিয়েও বলেছেন। ওয়ানডে ও টি২০ সিরিজ জেতা নিয়ে বলেন, ‘হ্যাঁ সব মিলিয়ে বলতে গেলে এই ট্যুরটা সফল বলতে হবে। তিনটা ট্রফির মধ্যে দুইটা জিতেছি। দেশের বাইরে তো এরকম রেজাল্ট আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট।’ নিজের পারফর্মেন্স, ব্যাটিং, সিনিয়রদের ভাল করা প্রসঙ্গেও সাকিব মুখ খুলেছেন। বলেছেন, ‘নিজের পারফর্মেন্স নিয়ে অবশ্যই খুশি। হয়তো আরও অবদান রাখতে পারলে ভাল হতো। ওভারঅল যে ধরনের পারফর্মেন্স হয়েছে তা নিয়ে খুবই আনন্দিত।’ সঙ্গে যোগ করেছেন, ‘দেখুন, যাদের নাম (সিনিয়র ক্রিকেটার) বললেন আমরা ব্যাট করি ওপরের দিকে। ব্যাট করার সুযোগটা বেশি পাই, স্বাভাবিকভাবে অবদান রাখার সুযোগ আমাদেরই থাকবে এবং আমাদেরই করা উচিত। সে কারণে আমাদের কন্ট্রিবিউশনের পারসেন্টেজ বেশি হয়।’ ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্য এশিয়া কাপেও কাজে দেবে বলে মনে করছেন সাকিব। বলেছেন, ‘আসলে সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বিশেষ করে এরকম একটা ভাল সিরিজের পর আমি বিশ্বাস করি এখান থেকে হয়তো নতুন কিছু করার দিকে চিন্তা করতে পারি। যেটা আমাদের সামনে এশিয়া কাপে অনেক কাজে দেবে।’ কিন্তু এই এশিয়া কাপে নিজেই তো থাকবেন না।
×