ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্ট্রিয়েলে জয়ের ধারায় শারাপোভা

প্রকাশিত: ০৭:১৩, ১০ আগস্ট ২০১৮

মন্ট্রিয়েলে জয়ের ধারায় শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন মারিয়া শারাপোভা, এ্যাশলে বার্টি, এলিস মার্টেন্স, এনাস্তাসিজা সেভাস্তোভা এবং স্লোয়ানে স্টিফেন্সের মতো তারকারা। বুধবার দারুণ জয়েই মন্ট্রিয়েল ওপেনের শেষ ষোলোর টিকেট কাটেন তারা। শারাপোভা-স্টিফেন্সদের জয়ের দিনে হতাশ করেছেন এ্যাঞ্জেলিক কারবার, ক্যারোলিনা পিসকোভা এবং মনিকা পুইগ। টুর্নামেন্টের দ্বিতীয়পর্ব থেকেই যে ছিটকে পড়েছেন তারা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শারাপোভার প্রতিপক্ষ ছিলেন রাশিয়ার দারিয়া কাসাতকিনা। স্বদেশী প্রতিপক্ষকে তিনি রীতিমতো উড়িয়েই দেন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় শারাপোভা এদিন ৬-০ এবং ৬-২ গেমে কাসাতকিনাকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেন। ১২তম বাছাই কাসাতকিনাকে হারাতে শারাপোভার সময় লাগে মাত্র ৬৬ মিনিট। ২১ বছর বয়সী কাসাতকিনাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়ে উচ্ছ্বসিত মাশা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে কাসাতকিনা ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তার প্রতি যথেষ্ট সম্মান নিয়েই কোর্টে খেলতে নামি আমি। কেননা আগে থেকেই জানা ছিল কঠিন একটি ম্যাচ আমার সামনে। তাই ঠিক সেভাবেই ম্যাচের শুরু থেকে আমার লক্ষ্য নির্ধারণ করি। ম্যাচের ফলাফলটাও আমার পক্ষে এসেছে।’ তৃতীয়পর্বে শারাপোভার প্রতিপক্ষ এখন ক্যারোলিন গার্সিয়া। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই গার্সিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন শারাপোভা। তবে ফরাসী তারকা গত তিন বছরে মধ্যে ক্লে কোর্টে মাত্র একবার মুখোমুখি হয়ে সেই ম্যাচেই জয় তুলে নিয়েছিলেন। গত এপ্রিলে স্টুটগার্টে গার্সিয়ার কাছে হেরে যান রাশিয়ান তারকা। টুর্নামেন্টের পঞ্চম বাছাই এলিনা সিতলিনা। বর্তমান চ্যাম্পিয়ন ফেবারিট হিসেবেই খেলতে নামেন তিনি। দ্বিতীয়পর্বের ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন রোমানিয়ার মিহায়েলা বুজার্নেস্কু। কিন্তু বুজার্নেস্কু ৬-৩, ৬-৭ (৫/৭) এবং ৪-৩ গেমে পিছিয়ে থাকার পর গোড়ালির ইনজুরির কারণে রিটায়ার্ড করলে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত হয়ে যায় ইউক্রেনের পঞ্চম বাছাই সিতলিনার। ইনজুরিতে পড়ে কান্নায় ভেঙ্গে পড়া বুজার্নেস্কু এ সময় হুইলচেয়ারে করে কোর্ট ছাড়েন। পরবর্তীতে তিনি টুইটারে রোমানিয়ান তারকার প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘কোর্টে কোন খেলোয়াড়কে ইনজুরিতে পড়া দেখাটা সত্যিই খুব দুঃখজনক। আমি খুব দ্রুতই বুজার্নেস্কুর সুস্থতা কামনা করি।’ এ সময় বুজার্নেস্কুকে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে বরং শক্ত থাকারও পরামর্শ দেন মন্ট্রিয়েল ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন। এদিন জয়ের দেখা পেয়েছেন স্লোয়ানে স্টিফেন্সও। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-০ এবং ৬-২ গেমে হারান কানাডার ফ্র্যাঙ্কোইজ এবান্ডাকে। লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভা কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৭-৬ (১১/৯) এবং ৬-১ গেমে পরাজিত করেন পুয়ের্তো রিকোর মনিকা পুইগকে। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এদিন সবচেয়ে বড় অঘটনের শিকার হন এ্যাঞ্জেলিক কারবার। জার্মান তারকাকে পরাজিত করে এদিন শেষ ষোলোর টিকেট কাটেন এ্যালিজ কোর্নেট। ফরাসী তারকা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-৪ এবং ৬-১ গেমে হারান জার্মানির চতুর্থ বাছাই কারবারকে। অথচ উইম্বলডন জয়ের পর এই মন্ট্রিয়েল ওপেন দিয়েই কোর্টে ফেরেন কারবার। সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা জেতেন জার্মান তারকা। সেইসঙ্গে ক্যারিয়ারের তৃতীয় মেজর টুর্নামেন্টেরও চ্যাম্পিয়ন হন তিনি। হার্ড কোর্টে তিন সপ্তাহ পর ফিরেই পরাজয়ের স্বাদ পেতে হলো কারবারকে। তবে মোটেও হতাশ নন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি।
×