ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির তহবিল থেকে অনুদান পেল চবির ৫ প্রতিবন্ধী শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:৩৯, ১০ আগস্ট ২০১৮

রাষ্ট্রপতির তহবিল থেকে অনুদান পেল চবির ৫ প্রতিবন্ধী শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদান পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ প্রতিবন্ধী শিক্ষার্থী। বৃহস্পতিবার শিক্ষার্থীদের কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আর্থিক সাহায্য পাওয়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের নাজমা আক্তার, প্রথম বর্ষের মো. মাসুদুর রহমান, তৃতীয় বর্ষের হামিদা আকতার এবং সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের স্বপ্না আক্তার ও প্রথম বর্ষের মো. খোরশেদুল আলম। অনুদানের চেক প্রদানকালে চবি উপাচার্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুদান পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি তরুণ মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাষ্ট্রপতি তাঁর ঐচ্ছিক তহবিল থেকে যে অর্থ শিক্ষার্থীদের জন্য প্রদান করছেন, তা যথাযথভাবে শিক্ষার্থীরা ব্যয় করবে এটাই প্রত্যাশিত। তিনি শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত যথাযথভাবে কাজে লাগিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রতিজনকে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদানের চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপাচার্য। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
×